Advertisement
Advertisement
সিবিআই

‘কোথায় রাজীব?’, গোয়েন্দা প্রধানের খোঁজে ফের ডিজিকে চিঠি সিবিআইয়ের

আগাম জামিন মামলায় বুধবারও হাই কোর্টে স্বস্তি পেলেন না রাজীব কুমার৷

'Where is Rajeev', CBI asks DG of West Bengal police
Published by: Tanujit Das
  • Posted:September 25, 2019 5:26 pm
  • Updated:September 25, 2019 5:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোথায় গেলে পাওয়া যাবে রাজীব কুমারকে? এই প্রশ্নের উত্তর পেতে রাজ্য পুলিশের ডিজিকে ফের চিঠি পাঠাল সিবিআই৷ এর আগে দু’বার রাজীবের খোঁজে ডিজি বীরেন্দ্রকে চিঠি পাঠান তদন্তকারী অফিসাররা৷ কিন্তু তারপরেও খোঁজ মেলেনি এডিজি সিআইডির৷ তাই এবার রাজীবের বর্তমান অবস্থান জানতে চেয়ে ডিজিকে চিঠি লিখলেন সিবিআইয়ের তদন্তকারীরা৷ সূত্রের খবর, ডিজির তরফে এখনও কোনও উত্তর পাঠান হয়নি সিবিআইকে৷

[ আরও পড়ুন: মেট্রো চড়েই পুজো পরিক্রমা? জেনে নিন এই নয়া নিয়ম ]

Advertisement

অন্যদিকে সারদা কাণ্ডে আগাম জামিন মামলায় বুধবারও হাই কোর্টে রেহাই পেলেন না রাজীব কুমার৷ বুধবারের পর ফের বৃহস্পতিবার হবে এই মামলার রুদ্ধদ্বার শুনানি৷ বাদী-বিবাদী দু’পক্ষেরই সওলায়-জবাব শুনবেন বিচারপতি শহিদুল্লাহ ও বিচারপতি শুভাশিস দাশগুপ্ত৷ শুনানি চলাকালিন আদালত কক্ষে সাংবাদিকদের ঢোকার উপরও নিষেধাজ্ঞা জারি করেছেন বিচারপতিরা৷ আগাম জামিনের আবেদন করে মঙ্গলবারই হাই কোর্টের দ্বারস্থ হন রাজীব কুমার৷ জরুরি ভিত্তিতে তাঁর আগাম জামিনের মামলার শুনানির জন্য আবেদন করেন আইনজীবী দেবাশিস রায়। কেন তিনি দ্রুত শুনানি চাইছেন, তার কারণ জানতে চান বিচারপতি। দেবাশিসবাবু বলেন, “আমার মক্কেলকে হন্যে হয়ে খোঁজা হচ্ছে।” যা তাঁর মতে কাম্য নয় বলে আদালতে জানান তিনি। তখনই বিচারপতি শহিদুল্লাহ মুন্সি তাঁকে বলেন, “যান গিয়ে আপনার মক্কেলকে আত্মসমর্পণ করতে বলুন।” এরপরই মামলাটির শুনানির নয়া দিন ধৈর্য করেন বিচাপতি৷ জানান, বুধবার আড়াইটে নাগাদ মামলাটির শুনানি হবে। সেমতো এদিন মামলার শুনানি হলেও, তা রাজীব কুমারকে স্বস্তি দেয়নি বলে সিবিআই সূত্রে খবর৷

[ আরও পড়ুন: ‘সব জায়গায় গায়ের জোর দেখানো হচ্ছে’, যাদবপুর ইস্যুতে মুখ খুললেন মমতা ]

রাজীব কুমারের খোঁজে হন্যে হয়ে চারদিকে ঘুরছেন সিবিআইয়ের তদন্তকারীরা৷ মঙ্গলবারই মেছেদা স্টেশন লাগোয়া একটি হোটেলে তল্লাশি চালান সিবিআইয়ের তদন্তকারীরা৷ তার আগে কালীঘাট মন্দিরে যান সিবিআইয়ের আধিকারিকরা। যদিও যখন সিবিআই আধিকারিকরা কালীঘাটে পৌঁছান, ততক্ষণে পুজো দিয়ে বেরিয়ে পড়েন রাজীব কুমারের পরিজনরা। সিবিআই আধিকারিকরা মন্দিরের পুরোহিত ও আরও কয়েকজন সেবায়েতের সঙ্গে কথা বলেন। তার আগে রাজীব কুমারের খোঁজে কলকাতার পাশাপাশি জেলাতেও হানা দেয়সিবিআইয়ের টিম৷ একইসঙ্গে ৬ জায়গায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের খোঁজে তল্লাশি চালান তদন্তকারীরা৷ দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের ইবিজা রিসর্টে হানা দেন তাঁরা৷ রিসর্টের প্রতিটি অংশে ছানবিন করেন৷ এছাড়া একই ভাবে, রায়চকের একটি রিসর্টেও তল্লাশি চালাতে যান সিবিআইয়ের তদন্তকারীরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement