Advertisement
Advertisement

Breaking News

BJP

ডুমুরজলায় যোগদান মেলা হচ্ছেই, প্রথম সারির কেন্দ্রীয় নেতার উপস্থিতির ইঙ্গিত দিলীপের

কে আসবেন? নাড্ডা, রাজনাথ নাকি আদিত্যনাথ?

Which central leader will be attending the BJP's joining fair in Howrah | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:January 30, 2021 10:02 am
  • Updated:January 30, 2021 10:49 am

রূপায়ন গঙ্গোপাধ্যায়: শেষ মুহূর্তে বাতিল হয়েছে অমিত শাহের (Amit Shah) বঙ্গ সফর। ফলে সকলের মনেই প্রশ্ন, এই দু’দিনে বিজেপির যা কর্মসূচি ছিল সেগুলি কী হবে। প্রাতঃভ্রমণে বেরিয়ে ইকো পার্ক থেকে শনিবার দিলীপ ঘোষ জানালেন, “রবিবার ডুমুরজলার অনুষ্ঠান হবে। আসবেন কেন্দ্রের কোনও নেতা। তবে কে আসবেন তা আজ জানাবে দিল্লি।”

শুক্রবার রাত ১১ টায় কলকাতায় পৌঁছনোর কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কিন্তু দিল্লিতে ইজরায়েলের দূতাবাসের কাছে বিস্ফোরণের কারণে আপাতত বাতিল করে দেওয়া হয় তাঁর বঙ্গ সফর। স্বাভাবিকভাবেই কর্মীরা হতাশ হয়ে পড়েন। মনোবল ফেরাতে সঙ্গে সঙ্গেই বিজেপির তরফে জানানো হয় শনিবার না হলেও রবিবারের অনুষ্ঠানে হাজির থাকবেন কোনও কেন্দ্রীয় নেতা। তিনি হতে পারেন জেপি নাড্ডা, রাজনাথ সিং অথবা যোগী আদিত্যনাথ। শনিবার এবিষয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, “অমিত শাহের পরবর্তী বঙ্গ সফরে মতুয়াদের সঙ্গে দেখা করবেন তিনি। শনিবারের যাবতীয় কর্মসূচিই সেই সময় হবে। তবে রবিবারের যোগদান মেলা ও সভা হবে। থাকবেন কোনও এক কেন্দ্রীয় নেতা।” যদিও কে থাকবেন তা খোলসা করেননি দিলীপ। তবে আজ ঠাকুরনগরে যাচ্ছেন কৈলাস বিজয়বর্গীয়। সেই কারণে অমিত শাহের সভার জন্য তৈরি মঞ্চ খোলা হচ্ছে না।

Advertisement

[আরও পড়ুন: ভোটের আগে কলকাতার ছোট মিছিল-সংঘর্ষেও যেতে হবে পুলিশকে, নির্দেশ অনুজ শর্মার]

শুক্রবারের পর শনিবারও চমকের ইঙ্গিত দেন দিলীপ। বলেন, “সবচেয়ে বড় চমক হবে ২৩ মে-এর পর”, ঠিক কোন চমকের কথা বলছেন দিলীপ? তা নিয়ে জল্পনা চলছে রাজনৈতিক মহলে। প্রসঙ্গত, জানা যাচ্ছে, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের শুরুতে বঙ্গ সফরে আসতে পারেন অমিত শাহ। তখন তিনি যোগ দেবেন বিজেপির রথ যাত্রায়। তবে প্রথমেই যাবেন ঠাকুরনগরে।

Advertisement

[আরও পড়ুন: কলকাতায় অতিমারী নয় করোনা, মৃত্যু কমলেও সতর্ক স্বাস্থ্যদপ্তর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ