BREAKING NEWS

১৫ চৈত্র  ১৪২৯  বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

‘বোমা মেরে মঞ্চ উড়িয়ে দেব’, ধর্মতলায় ডিএ অনশনমঞ্চে হুমকি পোস্টার!

Published by: Sucheta Sengupta |    Posted: March 13, 2023 9:43 am|    Updated: March 13, 2023 9:46 am

Will bomb the DA protest, threatening poster found at site at Dharmatala | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিএ (DA) আন্দোলনের মঞ্চে হুমকি পোস্টার! এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল ধর্মতলায় অনশনকারীদের মঞ্চে। সেখানে একটি হুমকি পোস্টার মিলেছে, যাতে লেখা – বোমা (Bomb) মেরে উড়িয়ে দেওয়া হবে মঞ্চ। কে বা কারা হুমকি পোস্টার দিয়েছে, তা এখনও অজ্ঞাত। এই পোস্টার পেয়ে অনশনকারীরা ময়দান থানায় অভিযোগ জানিয়েছেন বলে খবর। যদিও এই হুমকিতে (Threat) পিছু হঠছেন না তাঁরা। বলছেন, বকেয়া আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই। কোনও অবস্থাতেই সেই রাস্তা থেকে সরে আসবে না কেউ।

বকেয়া ডিএ আদায়ের জন্য প্রায় দেড় মাস ধরে ধর্মতলার শহিদ মিনারে অনশনে বসেছেন সরকারি কর্মচারীদের একটা বড় অংশ। গত ১০ মার্চ তাঁরা রাজ্যজুড়ে ধর্মঘটের (Strike)ডাক দিয়েছিলেন। সরকারি পরিষেবা স্তব্ধ করে দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু সরকারের কঠোরতায় সেই উদ্দেশ্য পূরণ হয়নি। তাঁদের এই আন্দোলনের সমালোচনা একাধিকবার শোনা গিয়েছে শাসকদলের বহু নেতানেত্রীর গলায়। কিন্তু তাই ‘বলে হুমকি পোস্টার (Threat poster) ? এটা বোধহয় কেউ ভাবতেও পারেননি।

[আরও পড়ুন: রাত পোহালেই উচ্চমাধ্যমিক, এবার অতি সংক্ষেপে উত্তর দিতে হবে পড়ুয়াদের]

সোমবার সকালে শহিদ মিনারের মঞ্চে হাতে লেখা একটি হুমকি পোস্টার উদ্ধার হয়। যেখানে লাল, নীল, সবুজ কালিতে লেখা – ”এই নাটক বন্ধ কর, নাহলে বম্ব দিয়ে মঞ্চ উড়িয়ে দেব।” কিন্তু কে বা কারা এই পোস্টার দিয়ে গেল, তা তদন্তের বিষয় হলেও আন্দোলনকারীদের একাংশের অভিযোগ, এর নেপথ্যে রয়েছে শাসকদলের বড় কেউ। এর আগে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) ডিএ আন্দোলনকারীদের অনশনকে ‘নাটক’ বলে কটাক্ষ করেছিলেন বলে অভিযোগ। তাই তাঁদের মতে, এই পোস্টারের নেপথ্যে ফিরহাদ হাকিমের হাত রয়েছে। পোস্টারের কথা জানিয়ে ময়দান থানায় অভিযোগ দায়ের করেছেন অনশনকারীরা। শুরু হয়েছে তদন্ত।

[আরও পড়ুন: অস্কারের মঞ্চে ঐতিহাসিক জয়, বেস্ট অরিজিনাল সং ‘RRR’ সিনেমার ‘নাতু নাতু’ গান]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে