বিধান নস্কর, বিধাননগর: পথকুকুরদের প্রতিদিন খাওয়ানো ‘অপরাধ’! তার জেরে নিগ্রহের শিকার হলেন এক মধ্যবয়সী মহিলা। ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে বিধাননগরের সল্টলেকে। শনিবার রাতে সল্টলেক ইসি ব্লক কেন্দ্রীয় সরকারি আবাসনের কিছু বাসিন্দা ওই মহিলাকে মারধর করেছেন বলে অভিযোগ। তাঁকে বাঁচাতে কিছু স্থানীয় যুবক, প্রবীণ গিয়েছিলেন। তাঁদেরও মারধর করা হয়েছে। বাঁশ, লোহার রড, ইট দিয়ে এই হামলা চালানো হয় বলে অভিযোগ।
জানা গিয়েছে, ওই আবাসনেই থাকেন বেণু আঠা নামে ওই মহিলা। তিনি কুকুরপ্রেমী। সে কারণে সল্টলেক এলাকার প্রায় আড়াইশো পথকুকুরকে খেতে দেন। সারমেয়দেয় চিকিঠসা করানো, ওষুধপত্র দেওয়ার কাজও করেন তিনি। কিন্তু আবাসনের একটা অংশের বাসিন্দারা এই কুকুরদের সেবাযত্ন করার বিষয়টি ভালোভাবে মেনে নেন না। বিভিন্ন সময় হুমকি দেওয়া হত। কুকুরদেরও মারধর করা হয় বলে অভিযোগ।
শনিবার রাতে ওই মহিলা কুকুরদের খাওয়ানোর জন্য বেরিয়েছিলেন। সেসময় আবাসনের জনা ২৫ যুবক, ব্যক্তি তাঁর উপর চড়াও হন। কুকুরদের খেতে দেওয়া যাবে না বলে জোর করা হয়। খানিক কথা কাটাকাটির পরই মারমুখী হয়ে ওঠেন অভিযুক্তরা। ওই মহিলাকে মারধর করা হয়। তাঁর মোবাইল ফোন কেড়ে নিয়ে আছড়ে ভেঙে ফেলা হয়। মহিলার ব্যবহার করা স্কুটিও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। প্রাণে বাঁচতে ওই মহিলা আবাসন থেকে বাইরে বেরিয়ে আসেন। রাস্তার কুকুরদেরও মারা হয়।
এলাকার কয়েকজন যুবক ও এক প্রবীণ ওই মহিলাকে রক্ষা করতে গিয়েছিলেন। তাঁদেরও ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। বাঁশ, লাঠি, লোহার রড দিয়ে মারা হয়। ঘটনার পর থেকে চরম আতঙ্কে রয়েছেন ওই মহিলা। অভিযোগ, ওই মহিলার ছেলেকেও কিছুদিন আগে একই রোষের কারণে হেলমেট দিয়ে মারা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.