Advertisement
Advertisement

হাওড়ায় ব্যাংক কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি খণ্ডিত দেহ

খুনের নেপথ্য লুট নাকি অন্যকিছু, তদন্তে পুলিশ।

Youth allegedly stabbed to death in Hawrah
Published by: Shammi Ara Huda
  • Posted:August 30, 2018 12:19 pm
  • Updated:August 30, 2018 12:19 pm

অরিজিৎ গুপ্ত, হাওড়া: হাওড়ায় ব্যাংক কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে খুন। মাকড়দহে খণ্ডিত দেহ উদ্ধারের একদিন পর মিলল পরিচয়। মৃত যুবকের নাম পার্থ চক্রবর্তী (২৫)। বাড়ি নদিয়ার চাকদহে। ডোমজুড়ের বন্ধন ব্যাংকের লোন রিকভারি এজেন্ট হিসেবে কর্তরত ছিলেন তিনি। ব্যাংকের কাছের এক মেসে থাকতেন। বুধবার তিন লক্ষেরও বেশি টাকা নিয়ে তিনি ফিরছিলেন। তখনই তাঁকে নৃশংসভাবে খুন করা হয়। খুনের কিনারা করতে তদন্তে নেমেছে পুলিশ।

জানা গিয়েছে, বুধবার দুপুরে মাকড়দহের ঠাকুরতলা এলাকার রাজবপুরের রাস্তার ধারে বস্তাবন্দি দেহটি উদ্ধার হয়। প্রথমে স্থানীয় এক গৃহবধূ বস্তাটি দেখতে পান। কিছু অস্বাভাবিকতা নজরে আসায় প্রতিবেসীদের ডেকেছিলেন। ডোমজুড় থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাটি খুলতেই খণ্ডিত দেহ উদ্ধার হয়। পুরুষের শরীরের নিম্নাংশটি বস্তার মধ্যে ভরা ছিল। দেহটি যে পুরনো নয় তা বুঝতে পেরেছিল পুলিশ। কেননা বস্তার মধ্যে তাজা রক্তের ছিটে লেগেছিল। অন্য কোথাও খুনের পর দেহটিকে খণ্ড করে এখানে এনে ফেলা হয়েছে। এরপরেই তদন্তে নামে পুলিশ। খোঁজ নিয়ে জানা যায়, সকালে লোন রিকভারিতে বেরলেও ডোমজুড়ের বন্ধন ব্যাংকের কর্মী পার্থবাবু অফিসে ফেরেননি। এরপর তাঁর বাড়ির লোককে খবর দেওয়া হয়। বাড়ির লোক এসে দেহটি শনাক্ত করেন। এই খুনের ঘটনার তদন্তে নেমে প্রাথমিকভাবে পুলিশের অনুমান, টাকা লুটের জন্য যুবককে মরতে হল। পরিচিত কেউই তাঁকে খুন করেছে। খুনের পর দেহ যাতে কেউ চিনতে না পারে তাই শরীরের উপরের অংশ কেটে নেওয়া হয়েছে। বাকি খণ্ডিত দেহাংশের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। শুধু লাকা লুট নাকি অন্য কোনওরকমের শত্রুতা রয়েছে তা জানতেও শুরু হয়েছে তদন্ত। দেহের বাকি অংশ খুঁজে পেলেই খুনিদের কাছাকাছি পৌঁছানো যাবে বলে মনে করছে পুলিশ।

Advertisement

[পুলিশের চোখে লঙ্কা গুঁড়ো দিয়ে ফেরার, বান্ধবীর সূত্রে জালে কুখ্যাত ডাকাত রেজ্জাক]

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ