Advertisement
Advertisement

Breaking News

বেহালায় যুবকের রহস্যমৃত্যু, রাস্তা থেকে উদ্ধার রক্তাক্ত দেহ

মাথায় পাথরের আঘাতেই মৃত্যু, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

Youth brutally murdered in Behala
Published by: Tanumoy Ghosal
  • Posted:January 24, 2019 2:07 pm
  • Updated:January 24, 2019 2:07 pm

অর্ণব আইচ: মদের আসরে বচসার জেরেই কি খুন? বেহালায় এক যুবকের মৃত্যুতে রহস্য ঘনিয়েছে। বুধবার গভীর রাতে চণ্ডীতলায় রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার ভোরে এসএসকেএম হাসপাতালে মারা যান তিনি। তদন্তে পুলিশ। 

[ হাইওয়েতে তোলা তুলছে ‘ডাকাত’ পুলিশ, অভিযোগে সরব গায়ক সৌমিত্র]

Advertisement

মৃতের নাম শুভ দাস। বেহালার চণ্ডীতলা এলাকায়ই থাকতেন তিনি। পেশায় ম্যাটাডোর চালক শুভ। পরিবারের লোকেরা জানিয়েছেন, বুধবার রাতে এলাকার একটি মাঠে বসে বন্ধুদের সঙ্গে মদ্যপান করছিলেন শুভ। বেশি রাতে চণ্ডীতলা মোড়ে রাস্তায় তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। কিন্তু, শেষরক্ষা হয়নি। বৃহস্পতিবার ভোরের আলো ফোটার আগেই মারা যান শুভ দাস। খবর দেওয়া হয় থানায়। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

Advertisement

কিন্তু, কীভাবে মারা গেলেন শুভ দাস? প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মাথায় পাথরের আঘাতেই মারা গিয়েছেন শুভ। কিন্তু, কেউ তাঁর মাথায় পাথর দিয়ে আঘাত করেছিল নাকি মদ্যপ অবস্থা বেসামাল হয়ে শুভ নিজেই পাথরের উপর পড়ে গিয়েছিলেন? তা নিয়ে ধন্দে পুলিশ। এদিকে আবার বুধবার গভীর রাতে কসবার রাজডাঙায় অটো উলটে মৃত্যু হল চালকের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মদ্যপ অবস্থায় অত্যন্ত দ্রুত গতিতে অটো চালিয়ে কসবা থেকে রাসবিহারী অ্যাভেনিউয়ের দিকে যাচ্ছিলেন সন্তোষ গুপ্তা নামে এক যুবক। রাজডাঙায় অটোটি উলটে যায়। হাসপাতালে নিয়ে গেলে সন্তোষকে মৃত বলে ঘোষণা করেন  চিকিৎসকরা।

[স্টেশন মাস্টারের ভুলেই বিপত্তি, দাশনগরে ট্রেন বিভ্রাটে তদন্তের আশ্বাস রেলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ