Advertisement
Advertisement

রাত জেগে পার্টির পর ক্লান্তি কাটিয়ে এভাবেই হয়ে উঠুন মোহময়ী

এই টিপস আপনারও কাজে লাগবে৷

4 ways to look fresh after late night party
Published by: Sayani Sen
  • Posted:January 16, 2019 8:53 pm
  • Updated:January 16, 2019 9:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতকাল মানেই নানা অনুষ্ঠান লেগেই থাকে৷ হয় পার্টি নয়তো বিয়েবাড়ি আর না হলে নিদেনপক্ষে গেট টুগেদার তো থাকবেই৷ সকালে অফিসের ব্যস্ততা তাই বাধ্য হয়ে অফিসের শেষে সন্ধেবেলাতেই যত হইহুল্লোড় করেন নিশ্চয়ই৷ ঘড়ির কাঁটার তো আর সকাল-বিকাল নেই, সে নিজের গতিতেই এগিয়ে চলে৷ সন্ধে থেকে মধ্যরাতে পৌঁছে যায় সে নিমেষেই৷ কিন্তু তখনও আপনার গল্পগুজব-আড্ডা আর শেষ হয় না৷ পরেরদিন যে আবারও অফিস যেতে হবে, তা আর তখন মনে থাকে না৷ ভোরবেলা ঘুম থেকে উঠতে গিয়ে বারবার মনে পড়ে রাতের আনন্দের কথা৷ কোনওক্রমে চোখ রগড়ে ঘুম থেকে তো নয় উঠলেন৷ কিন্তু আয়নার সামনে গিয়ে আপনি অবাক৷ চোখমুখের একি অবস্থা হয়েছে৷ এর উপর আবার গোদের উপর বিষফোঁড়ার মতো ওইদিনই যদি আপনার অফিসে থাকে গুরুত্বপূর্ণ কোনও মিটিং৷ তাহলে তো আর কথাই নেই৷ যত যাই হোক চোখেমুখে ঝিমুনিভাব নিয়ে তো আর অফিস যাওয়া যায় না৷ ভাবছেন তো, এই পরিস্থিতিতে মাত্র ১৫ মিনিটের মধ্যে কীভাবে সুন্দর হয়ে উঠবেন? কোনও চিন্তা নেই৷ তার জন্য রইল টিপস৷

[শীতের মরশুমে এক চুমুকেই ধরে রাখুন ত্বকের যৌবন]

আয়নার সামনে দাঁড়িয়ে না থেকে বাথরুমে যান৷ তাড়াতাড়ি ঈষদুষ্ণ জলে স্নান করুন৷ ভাল করে মুখ ধুতে কিন্তু ভুলবেন না৷ সারা শরীরে আর্দ্রতা ফিরিয়ে আনার জন্য লাগিয়ে নিন ময়েশ্চারাইজার৷

Advertisement

Advertisement

ময়েশ্চারাইজার মেখে না হয় শীতের দিনে সারা শরীরের আর্দ্রতা ফিরিয়ে আনলেন, কিন্তু রাত জাগার জেরে চোখের নিচে কালি তো পড়বেই৷ এবার পালা চোখের নিচের কালি দূর করার৷ গোটা মুখে ভাল করে লাগান কনসিলার৷ তাতেই দেখবেন মুখের চেহারা বেশ খানিকটা বদলাল৷ রাতজাগা ক্লান্ত মুখে ফিরে পাবেন সেই আগের জেল্লা৷

[শীতের দিনে ঘন ঘন পার্টি? বাড়ি ফিরে ত্বকের যত্ন নিন এভাবে]

চোখকে সুন্দর করে তুলতে পারলেই সকলের সামনে আকর্ষণীয় হয়ে উঠতে পারেন আপনি৷ তাই সাজিয়ে তুলুন আপনার চোখকে৷ প্রথমে চোখের নিচে হালকা করে কাজল দিন৷ চোখের উপরে লাগান আই লাইনার৷ তবে মাসকারা লাগাতে ভুলবেন না যেন৷ উজ্জ্বল মুখে সুন্দর চোখ হাতিয়ার করেই রাতের ক্লান্তি দূর করতে পারেন আপনি৷

[ওয়াক্সিংয়ে ফিরে পান আপনার যৌবন, জেনে নিন খুঁটিনাটি]

তবে মনে রাখবেন রাত জাগার পর শুধুমাত্র কনসিলারের ছোঁয়ায় দিনভর ত্বক উজ্জ্বল রাখা সম্ভব নয়৷ তাই বাড়ি থেকে বেরোবার আগে লিক্যুইড হাইলাইটার লাগিয়ে নিন৷ এভাবেই রাতের ক্লান্তিকে দূরে ঠেলে ভিড়ের মাঝে হয়ে উঠুন মোহময়ী৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ