Advertisement
Advertisement

জিএসটির প্রভাবে দাম কমল এই স্মার্টফোনগুলির

খবর রেখেছেন?

9 cool smartphones that slashes price post GST
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 5, 2017 11:17 am
  • Updated:July 5, 2017 11:17 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক দেশ, এক কর। জিএসটি-র এই নয়া মন্ত্রেই এখন দীক্ষিত ভারতবর্ষ। তবে কোথায় দাম বেড়েছে, আর কোথায় দাম কমেছে – তা এখনও পুরোপুরি পরিষ্কার নয় দেশবাসীর কাছে। ফলে ছড়াচ্ছে নানা ভুলভ্রান্তি। আপনি কিন্তু এই ভ্রান্তিবিলাসে ফেঁসে যাবেন না। স্মার্ট হোন, জেনে নিন গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্সের পরবর্তী সময়ে আপনার পছন্দের কোন ফোনগুলির দাম কমে গেল।

[২১ জুলাই ফের বড়সড় চমক নিয়ে হাজির হচ্ছে Jio]

Advertisement
  • অ্যাপল  iPhone 7 Plus ফোনের ৩২ জিবির দাম ৭২,০০০ টাকা থেকে কমে হয়েছে ৬৭,৩০০ টাকা। একই মডেলের ১২৮ জিবি স্টোরেজের ফোনটি মিলছে ৭৬,২০০ টাকায়। আর ২৫৬ জিবি মডেলটির দাম ধার্য হয়েছে ৮৫,৪০০ টাকা।
  • অ্যাপলেরই iPhone 7 মডেলের (৩২ জিবি) দাম ৬০,০০০ টাকা থেকে কমে হয়েছে ৫৬,২০০ টাকা। আর একই মডেলের ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজের মডেলের দাম হয়েছে যথাক্রমে ৬৫,২০০ ও ৭৪,৪০০ টাকা।
  • মাত্র ২৬,০০০ টাকায় মিলছে অ্যাপলের ৪ ইঞ্চির iPhone SE মডেলটি। একই মডেলের ১২৮ জিবি স্টোরেজের মডেল মিলছে ৩৫,০০০ টাকায়।

iphone-6splus-colors

Advertisement
  • দাম কমেছে Asus সিরিজেরও। Asus ZenFone 3-এর বর্তমান দাম ১৬,৯৯৯ টাকা। গত বছরের আগস্ট মাসে যখন ফোনটি ভারতে লঞ্চ করেছিল প্রায় ২৮,০০০ টাকা দাম ছিল তার।
  • Asus ZenFone 3 Max  মডেলের প্রায় হাজার টাকা দাম কমেছে। এখন ফোনটি পাওয়া যাচ্ছে মাত্র ১৪,৯৯৯ টাকায়।
  • আগে ১৪,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছিল Asus ZenFone 3S Max ফোনটি। এখন তার দাম ১২,৯৯৯ টাকা।

Asus-ZenFone-2

 

  • প্রায় ৮০০ টাকা দাম কমে গিয়েছে Panasonic P88 মডেলটির। এখন ১৬ জিবি ইন্টারনাল মেমোরির এই ফোনটি মিলবে ৮,৪৯০ টাকায়।
  • Panasonic Eluga 13 Mega মডেলটির দাম প্রায় হাজার টাকা কমে গিয়েছে। এখন ফোনটি মিলছে মাত্র ৯,৯৯০ টাকায়।
  • Panasonic Eluga Pulse X ফোনটি পাওয়া যাচ্ছে ১০,৪৯০ টাকায়। জিএসটি চালু হওয়ার আগে প্রায় ৫০০ টাকা বেশি ছিল এই ফোনটির দাম।

818201563436PM_635_panasonic_eluga_i2

[‘স্বাস্থ্যকর পানীয়’ বিয়ারের আছে ক্যানসার নিরাময়ের ক্ষমতা!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ