সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিসমাস মানেই উৎসব-মজা-আনন্দ-হুল্লোড়৷ আর ক্রিসমাসের রাত মানেই কেক-শ্যাম্পেন আর অবশ্যই যৌনতা৷ সঙ্গে মনের মানুষ থাকবে আর একটু লাগামহীন না হওয়াই যে বেমানান৷ তবে সবকিছুর জন্যই প্রয়োজন সঠিক স্থান ও কাল৷ না হলে বিষয়টা কেমন যেন নিরামিষ হয়ে যায়৷ নিজের বাড়িতে কতটাই বা সুযোগ পাওয়া যায়! তাই পার্টনারের সঙ্গে ‘দুষ্টুমি’ করার সুযোগ করে দিচ্ছে এই নাইট ক্লাব৷ যেখানে গানের তালে কোমর দোলানোর পাশাপাশি, মনের মানুষের সঙ্গে উদ্দাম যৌনতায় মেতে ওঠারও সুযোগ থাকছে৷
[মহিলাদের স্বমেহনে চূড়ান্ত উন্মাদনা দেবে এই উড়ন্ত পুরুষাঙ্গ]
ক্রিসমাসের রাতে সেক্স পার্টির আয়োজন করতে চলেছে ‘লে বডিয়ার’ নামের এই নাইট ক্লাব৷ কাজের চাপে মানুষের মনে হতাশা ও ক্লান্তির পরিমাণ বেড়েই চলেছে৷ সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রোগভোগ৷ ক্রমেই যৌনতার বিষয়ে আগ্রহ হারাচ্ছেন সাধারণ মানুষ৷ ম্যাড়ম্যাড়ে পার্টিকে প্রাণবন্ত করে তোলার জন্যই এই আয়োজন। যৌনজীবনে একটু রোমাঞ্চ তৈরি করাই আয়োজকদের আসল উদ্দেশ্য। জানা গিয়েছে, ক্রিসমাস থেকে নতুন বছর পর্যন্ত বিভিন্ন স্থানে এই সেক্স পার্টির আয়োজন করতে চলেছেন ‘লে বডিয়ার’ কর্তৃপক্ষ৷
[জানেন, এবছর কোন ধরনের পর্ন বেশি দেখলেন মহিলারা?]
তবে এই কয়েকদিন ক্লাবে প্রবেশ করতে পারবেন যুগল ও মহিলারা৷ সিঙ্গল পুরুষদের জন্য ক্লাবের রাস্তা বন্ধ৷ আগ্রহী ব্যক্তিদের অবশ্যই আগে থেকে অনলাইনে রেজিস্টার করে রাখতে হবে নাম৷ তাহলেই সঠিক সময়ে হাতে মিলবে ক্লাবে প্রবেশের টিকিট৷ কিন্তু কলকাতাবাসীর জন্য এটা মোটেই সুখবর নয়৷ কলকাতায় বসে তো সুযোগ পাওয়া অসম্ভব৷ তাই এই সুযোগের সৎ ব্যবহার করতে অবশ্যই পৌঁছে যেতে হবে লন্ডনে৷ ক্লাবের প্রবেশে মূল্য মহিলাদের জন্য মাত্র ২০ পাউন্ড ও যুগলের জন্য ৭০ পাউন্ড৷