Torrentz

বিদায়বেলা টরেন্ট-প্রেমীদের হৃদয়ে শুধুই নস্টালজিয়া

শুক্রবার থেকেই ওয়েবসাইটটি খুললেই দেখা যাচ্ছে বিদায় বার্তা৷ লেখা রয়েছে, 'টরেন্টজ উইল অলওয়েজ লাভ ইউ। ফেয়ারওয়েল।'

After 13 Years, Torrentz Bids Farewell With An Emotional Message
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 6, 2016 5:29 pm
  • Updated:April 16, 2019 3:46 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার পছন্দের গান, সিনেমা এবং ভিডিও গেমস বিনামূল্যে ডাউনলোডের পালা শেষ৷ ১৩ বছর পর আচমকাই বন্ধ হয়ে গেল বিশ্বের অন্যতম জনপ্রিয় ওয়েবসাইট ‘টরেন্ট’৷ কয়েক সপ্তাহে আগে পাইরেসি ইস্যুতে গ্রেফতার করা হয় ‘কিক অ্যাস টরেন্ট’ -এর কর্ণধারকে৷ আর তারপরেই বন্ধ হয়ে গেল এই ওয়েবসাইট৷

শুক্রবার থেকেই ওয়েবসাইটটি খুললেই দেখা যাচ্ছে বিদায় বার্তা৷ লেখা রয়েছে, ‘টরেন্টজ উইল অলওয়েজ লাভ ইউ। ফেয়ারওয়েল।’

‘কিক অ্যাস টরেন্ট’ আচমকাই বিদায় জানানোয় আগেই মাথায় হাত পড়েছে আম আদমির৷ টাটকা, বিদেশি, দুষ্প্রাপ্য সিনেমা, গান এবং গেমস পছন্দ করেন যাঁরা, তাদের আর সাধপূরণের অবকাশ রইল না৷ পাইরেসি ইস্যু কিংবা নৈতিকতার দাবি-দাওয়ার উর্দ্ধে গিয়েও তাই হয়তো আজ সকলেরই কম বেশি মন খারাপ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ