Advertisement
Advertisement

সুলভ শৌচালয় ব্যবহারের সময় এই বিষয়গুলো খেয়াল করেন কি?

বিশেষত মহিলারা এদিকে বিশেষ নজর দিতে পারেন৷

Be mindful about these things while using public toilet
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 16, 2016 5:36 pm
  • Updated:December 16, 2016 5:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাস্তাঘাটে আচমকা প্রকৃতির ডাক৷ সাড়া না দিয়ে উপায় নেই৷ স্বস্তি মিলল বটে৷ তবে গোপন অস্বস্তি থেকেই যায়৷ এমনকী পরিষ্কার সুলভ শৌচালয় থেকে বেরিয়েও মন খুঁত খুঁত থাকে৷ কেননা গোপন ইনফেকশনের ভয় তাড়া করে বেড়ায়৷ কোন জীবাণু যে কখন বাইরে থেকে ঘরে চলে আসে তা কে জানে৷ এদিকে এই ভয় আটকাতে অনেকেই বেগ চেপে যান৷ তাও স্বাস্থ্যের জন্য মোটেও ভাল কাজ নয়৷ তাহলে কী করবেন৷ রাস্তাঘাটে বা বেড়াতে গিয়ে সুলভ শৌচালয় ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখুন এই বিষয়গুলি-

দরজার হাতলে হাত নয়

Advertisement

খালি হাতে দরজার নবে হাত দেবেন না৷ চেষ্টা করুন টিসু পেপার হাতে রাখতে৷ কেননা নানারকম হাতের ছোঁয়া থাকে এই দরজার হ্যান্ডেল বা ডোরনবে৷ এটিকেই তাই নানা জীবাণুর আখড়া বলা যায়৷ তাই গোড়াতেই এটা থেকে দূরে থাকুন৷

Advertisement

ইন্ডিয়ান ল্যাট্রিন বাছুন

পছন্দ হিসেবে অনেকেই হয়তো কমোড বেছে নেবেন৷ কিন্তু পাবলিক টয়লেটের ক্ষেত্রে তা না বাছাই ভাল৷ কেননা তাতে সরাসরি শারীরিক সংস্পর্শ এড়ানো যায়৷ এতে সংক্রমণের ভয় অনেকটা কাটানো যায়৷ বিশেষত মহিলারা এদিকে বিশেষ নজর দিতে পারেন৷

ফ্লাশ করার নিয়মকানুন

ফ্লাশ করার সময় বাতাসে জীবাণু মিশে যাওয়ার সম্ভাবনা বেশি৷ সেইসময় উপস্থিত থাকলে জীবাণুর সংক্রমণে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও প্রবল৷ তাই সবসময় ফ্লাশ করার সঙ্গে সঙ্গেই বেরিয়ে যান৷ এবং ওই টিসু পেপার হাতেই ফ্লাশ ধরুন৷ কমোড হলে লিড নামিয়ে তবেই ফ্লাশ করুন৷

হ্যান্ড ড্রায়ার নয়

ঝাঁ চকচকে পাবলিক টয়লেটে হ্যান্ড ড্রায়ার থাকে৷ তড়িঘড়ি হাত শুকিয়ে নেওয়ার জন্য অনেকেই তা ব্যবহার করেন৷ কিন্তু এই গরম হাওয়া জীবাণুদের ছড়িয়ে পড়তে সাহায্য করে৷ তাই ইচ্ছে থাকলেও এটি বর্জন করুন৷

হ্যান্ড স্যানিটাইজার

টয়লেট থেকে বেরিয়ে অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন৷ যে কোনও সংক্রমণ থেকে বাঁচতে এর অন্যথা নেই৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ