Advertisement
Advertisement

Breaking News

নগ্নতাতেই লুকিয়ে রয়েছে সুখের চাবিকাঠি!

তবে সুখ কি রয়ে যাবে অধরাই?

Being naked is the key to happiness
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 1, 2017 12:01 pm
  • Updated:February 1, 2017 12:01 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নগ্ন থাকুন সুখে থাকুন৷ এমনটাই বলছেন গবেষকরা৷ নয়া এক গবেষণা বলছে নগ্নতাতেই নাকি লুকিয়ে রয়েছে সুখে থাকার চাবিকাঠি৷ নগ্নতাবাদীরা এক গবেষণার পরই এই তথ্য প্রকাশ্যে এসেছে৷

নগ্নতার সঙ্গে মানসিক শান্তির সংযুক্তি রয়েছে বলেও দাবি করেছেন গবেষকরা৷ নগ্নতার সঙ্গে মানসিক প্রশান্তির যোগ থাকার কথা বলতে গিয়ে গবেষক ড. কিয়ন ওয়েস্ট জানিয়েছেন, নগ্নতা প্রদর্শন এবং নগ্নতা দর্শন উভয়ই মানসিক জটিলতা কাটিয়ে উঠতে মানুষকে সাহায্য করে৷

Advertisement

রিপোর্টে জানানো হয়েছে কেবল প্রশান্তিই নয়, নগ্ন যাপন জীবনের বহু সমস্যা সহজে কাটিয়ে উঠতে মানুষকে সাহায্য করে৷ যে ব্যক্তিরা নগ্ন জীবনযাপন করেন তাঁরা নিজেদের শারীরিক এবং মানসিক গঠন সম্পর্কে বেশি ভাল বোধ করেন৷ শুধু তাই নয়, আর পাঁচটা সাধারণ মানুষের থেকে তাঁরা অনেক বেশি আনন্দের জীবনযাপন করেন বলেও জানিয়েছেন গবেষকরা৷

Advertisement

(যৌনাঙ্গে সংক্রমণ? দেখুন তো এই টোটকাগুলি কাজে লাগে কি না…)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ