১৫ আশ্বিন  ১৪৩০  মঙ্গলবার ৩ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

বাঁকা পুরুষাঙ্গে ঝুঁকি থাকছে ক্যানসারের, মত বিশেষজ্ঞদের

Published by: Sangbad Pratidin Digital |    Posted: November 3, 2017 1:33 pm|    Updated: November 3, 2017 1:33 pm

Bent penis sign of cancer: Report

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিঙ্গ বাঁকা! আর আপনার বয়সটাও কি চল্লিশের কোঠায়! তাহলে এবার আপনাকে একটু সাবধান হতে হবে। কারণ, চল্লিশোর্ধ্ব পুরুষদের পুরুষাঙ্গ সাধারণের চেয়ে একটু বেশি বাঁকা হলেই ক্যানসারের প্রবণতা অনেকটাই বেশি। টেক্সাসের একদল বিজ্ঞানীর গবেষণায় উঠে আসা এই তথ্যে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

[ভিতরে কি পোকা? ভেবে ক্যামেরার সামনে এ কী করলেন সঞ্চালিকা!]

ঠিক কী জানা গিয়েছে গবেষণায়? বিজ্ঞানীরা জানাচ্ছেন, বয়স চল্লিশের বেশি হলে এবং পুরুষাঙ্গ স্বাভাবিকের চেয়ে অনেকটা বাঁকা হলে সেই সব পুরুষদের ক্যানসার হওয়ার প্রবণতা অন্যদের তুলনায় ১০ শতাংশ বেশি থাকে। চল্লিশ পেরনো অনেক পুরুষই ‘পেয়রনি রোগ’-এর কথা জানেন। পুরুষাঙ্গের ভিতরের টিস্যু ক্ষতি হলে এই পেয়রনি রোগ বহু পুরুষেরই হয়ে থাকে। যদি কারও বাত থাকে তাঁদেরও হতে পারে এই রোগ। কিন্তু আমেরিকার নতুন এই গবেষণায় জানা গেল আরও একটু বেশি। টেক্সাসের গবেষকরা তাঁদের গবেষণার কাজে বেছে নিয়েছিলেন প্রায় পঞ্চাশ হাজার পুরুষকে। যাঁদের পুরুষাঙ্গ বেশ কিছুটা বাঁকা। তাঁদের উপর পরীক্ষা-নিরীক্ষা চালানোর পরে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।

[আচমকা স্তব্ধ হোয়াটসঅ্যাপ, বিশ্বজুড়ে হয়রানি]

গবেষকদের দাবি, এরকম ক্ষেত্রে শুধু যে পুরুষাঙ্গেই ক্যানসার হওয়ার প্রবণতা বেশি, তেমনটা নয়। গবেষণায় দেখা গিয়েছে, ওই পঞ্চাশ হাজার পুরুষদের মধ্যে ৪২ শতাংশ পুরুষের পেটে ক্যানসার হতে পারে। ২০ শতাংশ পুরুষদের মধ্যে ত্বকের ক্যানসারের প্রবণতা বেশি। ৩৯ শতাংশের টেস্টিকুলার ক্যানসারের ঝুঁকি রয়েছে। তবে এর মধ্যে সামান্য আশার কথা শোনালেন ব্রিটেনের একদল বিজ্ঞানী। তাঁদের কথায়, এখনই ঘাবড়ানোর দরকার নেই। গবেষণায় আরও গভীরে যাওয়ার দরকার আছে। কারণ, সাধারণত ছেলেদের পুরুষাঙ্গ একটু বাঁকাই হয়। তাঁরা জানালেন, বাঁকা পুরুষাঙ্গ বা কোনও টিউমার থাকলে লিঙ্গ পরীক্ষার দরকার আছে। গবেষকেরা চালিয়ে যান তাঁদের কাজ। তত দিনে আপনিও একটু সাবধান হয়ে যান।

[WhatsApp-কে টেক্কা দিতে এবার Paytm কী করল জানেন?]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে