Advertisement
Advertisement

Breaking News

ফের ধামাকা, আগামী ১২ থেকে ১৮ মাস ফ্রি পরিষেবা দেবে Jio

দীর্ঘ মেয়াদি লাভের কথা ভেবেই এই সিদ্ধান্ত৷

Data war rages, Reliance Jio free offers to continue
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 26, 2017 2:55 pm
  • Updated:April 26, 2017 2:55 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রাহকদের জন্য একের পর এক ধামাকা দিয়ে চলেছে রিলায়েন্স জিও৷ ডেটা পরিষেবার ক্ষেত্রে চমকের কোনও খামতি রাখছে না সংস্থা৷ স্বভাবতই চাপে পড়ে যাচ্ছে ভোডাফোন, এয়ারটেলের মতো বাকি টেলিকম পরিষেবা সংস্থাগুলি৷ এবার ফের তাদের ধাক্কা দিল জিও৷ শোনা যাচ্ছে, গ্রাহকরা যে ফ্রি পরিষেবা পাচ্ছেন, তা এখনই শেষ হচ্ছে না৷ আগামী ১২ থেকে ১৮ মাস মিলবে ফ্রি পরিষেবা৷

[সাবধান! প্যাকেট লস্যিতে কমছে স্মৃতি, বাড়ছে হৃদরোগ]

জিওর প্রিপেড গ্রাহকদের জন্য ১৯ থেকে ৯,৯৯৯ পর্যন্ত রিচার্জ প্ল্যান রয়েছে৷ পোস্ট পেডের ক্ষেত্রে গ্রাহকরা ৩০৯, ৫০৯ এবং ৯৯৯ টাকার অপশন পান৷ গত বছর ৫ সেপ্টেম্বর ফ্রি ৪জি ডেটা পরিষেবা চালু করেছিল এই সংস্থা৷ মাত্র ৮৩ দিনের মধ্যে ৫ কোটি মানুষ জিও ব্যবহার করতে শুরু করেন৷ ১৭০ দিনে যার সংখ্যা দাঁড়ায় ১০ কোটি৷ অর্থাৎ প্রতিদিন গড়ে ৬ লক্ষ মানুষ জিও পরিষেবা গ্রহণ করেছেন৷ কোম্পানির তরফে জানানো হয়েছে, ডেটা ব্যবহারের ক্ষেত্রে বাকি পর নেটওয়ার্ককে পিছনে ফেলে দিয়েছে তারা৷ নিজেদের দিকে আরও বেশি সংখ্যক গ্রাহক টানতে আগামী কয়েক মাসে এক লক্ষ মোবাইল সাইট যোগ করার পরিকল্পনাও রয়েছে৷ সম্প্রতি সংস্থার তরফে জানানো হয়েছে, গ্রাহকদের ফ্রি পরিষেবা দিতে গিয়ে ২২ কোটিরও বেশি টাকা ক্ষতি হয়েছে তাদের৷ কিন্তু তা সত্ত্বেও ফ্রি পরিষেবা বন্ধ করা হচ্ছে না৷ দীর্ঘ মেয়াদি লাভের কথা ভেবেই এই সিদ্ধান্ত৷

Advertisement

[নামমাত্র খরচে ২৭০ জিবি ৩জি ডেটা দিচ্ছে এই টেলিকম সংস্থা]

একটি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ওয়্যারলেস গ্রাহকের সংখ্যা ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশে পরিণত করতেই আগামী এক থেকে দেড় বছর নানা আকর্ষণীয় প্ল্যান ও অফার দেবে সংস্থা৷ প্রাইম মেম্বার এবং নন-প্রাইম মেম্বারদের জন্য থাকবে আলাদা আলাদা অফার৷ অর্থাৎ জুলাইয়ের পরও যে গ্রাহকরা ফ্রি পরিষেবা পেতে পারেন, তারই ইঙ্গিত মিলল৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ