Advertisement
Advertisement

ইউরোর উন্মাদনা, ফেসবুক মেসেঞ্জারে লুকিয়ে ফুটবল গেম

কী করে আপনার ফোনে পাবেন এই নতুন 'সকার' গেম?

Facebook Messenger Gets a Hidden Football Game to Celebrate Euro 2016
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 16, 2016 7:34 pm
  • Updated:June 16, 2016 7:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউরো কাপ ২০১৬ চ্যাম্পিয়নশিপের উন্মাদনায় ভর করে ফেসবুক মেসেঞ্জারে নতুন ফুটবল গেম। প্রত্যেক মেসেঞ্জার ইউজারই এই গেম খেলতে পারবেন। গেমটির পোশাকি নাম – KeepyUp। খুব সহজেই খেলা যাবে নয়া গেমটি।

কী করে আপনার ফোনে পাবেন এই নতুন ‘সকার’ গেম? আপনার ফোনে ফেসবুক মেসেঞ্জারের একেবারে আপডেটেড ভার্সন থাকতে হবে। এবার মেসেঞ্জার খুলে আপনার যে কোনও বন্ধুকে একটি ফুটবল ইমোজি পাঠাতে হবে। সেই ইমোজির উপর খানিকক্ষণ আঙুল চেপে দেখুন, গেম শুরু হয়ে যাবে।

Advertisement

কি করে খেলতে হবে? যে ফুটবলটি স্ক্রিনে রয়েছে, সেটিকে মাটিতে পড়তে দেওয়া যাবে না। ব্যস! প্রতিবার আপনি বলটি মেরে উপরে পাঠাবেন, আপনার পয়েন্ট বাড়তে থাকবে। ‘ব্যাক’ বোতাম টিপলেই গেমটি শেষ হয়ে যাবে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement