সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ার বাড়বাড়ন্তয় নিজেদের জনপ্রিয়তা অক্ষুণ্ন রাখতে মাঝেমধ্যেই কিছু না কিছু চমক দিচ্ছে ফেসবুক। নেটিজেনদের একঘেয়েমি দূর করতে কখনও আনা হচ্ছে ৩৬০ ডিগ্রি ভিডিও তো কখনও মেসেঞ্জারে যুক্ত হচ্ছে ফটো স্টেটাস অপশন। তবে এখানেই থেমে যাচ্ছে না জনপ্রিয় এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। এবার আরও আকর্ষণীয় নয়া অভিজ্ঞতা হতে চলেছে ফেসবুক ব্যবহারকারীদের। এবার ফেসবুকে লগ-ইন করেই দেখা যাবে হাই-কোয়ালিটির টেলিভিশন সিরিজ এবং গেমিং শো।
[আহারে বাহার! দিল্লির পরাঠেওয়ালি গলির ভোজ এবার কলকাতাতেও]
সব কাজকাম সেরে দিনের শেষে গিয়ে টিভির পর্দায় চোখ রাখার চেয়ে বর্তমানে মানুষ স্মার্টফোনের মাধ্যমেই নিজেকে আপডেট রাখতে বেশি অভ্যস্ত। আর তাতে একটি বড় ভূমিকা পালন করে ফেসবুক। খবরের আপডেট থেকে নানা ধরনের ভাইরাল ভিডিও দেখা যায় এক ক্লিকেই। আর এবার সিরিয়াল দেখতে টেলিভিশনে আর চোখ রাখার প্রয়োজন নেই। ফেসবুক ওয়ালেই দেখে নিতে পারবেন আপনার ফেভরিট সিরিজ। মিডিয়া পার্টনারশিপের প্রেসিডেন্ট নিক গ্রুডিন জানান, আগামী গ্রীষ্ম থেকেই আসন্ন টেভি সিরিজের এপিসোডগুলি ফেসবুকে আপলোড করার কথা ভাবা হচ্ছে। তিনি বলেন, “ভিডিওর মাধ্যমে নেটিজেনদের এক সুতোয় বেঁধে ফেলাই আমাদের উদ্দেশ্য। যেসব শো মানুষের মধ্যে সম্প্রীতি ও ঐক্য
স্থাপন করতে পারে, সে ধরনের সিরিজই বেছে নেবে ফেসবুক। তা খেলার শোও হতে পারে আবার কমেডি, রিয়ালিটি বা গেমিং শোও হতে পারে।”
নিক আরও জানান, সিরিজগুলি ফেসবুকে দেখানোর জন্য শোগুলিকে অর্থ দেবে এই সোশ্যাল সাইট। তবে ফেসবুকের জন্য ভিডিও তৈরি করে আগামিদিনে ছোটপর্দার জগতের ব্যক্তিদের অর্থ উপার্জন করার সুযোগও খুলে দেবে এই সাইট।
[স্মার্টফোন ব্যবহার করেন? তাহলে এই পরামর্শ অবশ্যই মানতে হবে আপনাকে]
শোনা যাচ্ছে, এর জন্য হলিউড স্টুডিও এবং অন্যান্য এজেন্সির সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে ফেসবুক। এতদিন সিরিয়ালের মিস হয়ে যাওয়া পর্ব দেখতে ইউটিউব, আমাজন অথবা হটস্টারের মতো ডিজিটাল প্ল্যাটফর্মগুলির দ্বারস্থ হতেন নেটিজেনরা। এবার তাদের জোর প্রতিযোগিতা দিতে আসরে নামছে ফেসবুক।