Advertisement
Advertisement

Breaking News

শীতের মরশুমে রূপচর্চায় গুড়ের জাদু আপনাকে অবাক করবে

আকর্ষণীয় হয়ে ওঠার জন্য এই টিপস আপনার কাজে লাগবেই৷

Beauty benefits of jaggery
Published by: Sayani Sen
  • Posted:January 30, 2019 8:48 pm
  • Updated:January 30, 2019 9:03 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঙালির সাধারণত শেষ পাতে মিষ্টি ছাড়া চলে না৷ তার উপর আবার যদি হয় শীতকাল৷ তবে তো আর কথাই নেই৷ রুটির পর শেষ পাতে গুড় ছাড়া ভোজনরসিকরা কিছু ভাবতেই পারেন না৷ শীতের আমেজে তাড়িয়ে তাড়িয়ে গুড়ের স্বাদ উপভোগ করেন তাঁরা৷ গুড় খেয়ে শুধু যে মন ভরছে তা নয়৷ গুড় খেলে আরও বেশি আকর্ষণীয়ও হয়ে উঠতে পারেন আপনি৷ তাই শীতের মরশুমে আরও মোহময়ী হয়ে ওঠার জন্য রোজ শেষ পাতে থাক গুড়৷ একটানা কয়েকদিন গুড় খাওয়ার পর নিজেই তফাৎটা বুঝতে পারবেন৷

[বিয়ের কনেকে সাজান আধুনিক মেকআপে]

আপনি কি ব্রণর সমস্যায় জেরবার? বিভিন্ন কোম্পানির নানা ক্রিম মেখে কি আপনি বিরক্ত হয়ে গিয়েছেন? আপনার এই সমস্যা সমাধানে ব্রহ্মাস্ত্র হতে পারে গুড়৷ প্রতিদিন অল্প একটুখানি গুড় খেলেই আপনার ত্বকের হারানো জেল্লা ফিরে পেতে পারেন৷ শুধু তাই নয় মিটতে পারে ব্রণর সমস্যাও৷ এছাড়াও মুখে থাকা নানা দাগও পরিষ্কার হওয়ার অব্যর্থ দাওয়াই গুড়৷

Advertisement

Look Fresh

Advertisement

ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে কি আপনার মনে হয় বুড়িয়ে যাচ্ছেন? এই ভেবে আর কত সময় নষ্ট করবেন? সামান্য উপায়েই শেষ হতে পারে আপনার আক্ষেপের দিন৷ এবার থেকে রোজ একটু করে গুড় খাওয়া শুরু করুন৷ দিনকয়েকের মধ্যেই দেখতে পাবেন জাদু৷ দেখবেন গুড় খেয়েই ত্বকের বয়স কমে যাবে অনেকটাই৷ ফিরে পাবেন হারিয়ে যাওয়া ত্বকের জেল্লা৷

[মেক-আপ ছাড়াই হয়ে উঠুন মোহময়ী, জেনে নিন কীভাবে]

skin
চুল পরার সমস্যায় কি বিরক্ত হয়ে গিয়েছেন? তবে আপনার জন্য অব্যর্থ দাওয়াই হতে পারে গুড়৷ একটি পাত্রে মুলতানি মাটি নিন৷ তাতে দু’চামচ গুড় দিন৷ সামান্য মধুও দিতে পারেন৷ এবার সামান্য জল দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন৷ প্রতিদিন নিয়ম করে এই মিশ্রণটি চুলে লাগান৷ দশ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন৷ দেখবেন দিনকয়েকের মধ্যেই সমস্যা থেকে মুক্তি পাবেন আপনি৷

[সব ঋতুতে উজ্জ্বল ত্বক চাই? করলার উপকারিতা জেনে রাখুন]

Hair fall [বিয়ের মরশুমে কনেরা বেছে নিন ট্রেন্ডিং পোশাক]

ত্বকের দাগছোপ দূর করার জন্য গুড়ের চেয়ে আর বেশি উপকারী বোধহয় কিছু হতেই পারে না৷ একটি পাত্রে টমেটোর রস নিন৷ তাতে এক চামচ গুড় দিন৷ কয়েক ফোঁটা পাতিলেবুর রস মেশান তাতে৷ এবার ওই মিশ্রণটি মুখে মাখুন৷ ১৫ মিনিট এই মিশ্রণটি গালে লাগান৷ এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন৷ সপ্তাহখানেক এই মিশ্রণটি ব্যবহারের পর তফাৎ নিজে চোখেই দেখতে পাবেন আপনি৷ 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ