Advertisement
Advertisement
Eye Patch

আন্ডার আই প্যাচ ব্যবহার করছেন? সঠিক নিয়ম না মানলে হতে পারে বিপদ

আন্ডার আই ক্রিমের বদলে এই মুহূর্তে আই প্যাচ ভীষণ প্রচলিত।

benefits of using Eye Patch
Published by: Arani Bhattacharya
  • Posted:June 22, 2025 6:27 pm
  • Updated:June 22, 2025 6:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্ডার আই ক্রিমের বদলে এই মুহূর্তে আই প্যাচ ভীষণ প্রচলিত। আম জনতা থেকে তারকা প্রত্যেকেই ব্যস্ত আই প্যাচ ব্যবহার করতেন। ডার্ক সার্কেল থেকে চোখের চারপাশের চামড়া ভালো রাখতে কীভাবে এই আই প্যাচ সাহায্য করে, কীভাবেই করবেন এর সঠিক ব্যবহার কী কী সুফল পাবেন জেনে নিন।

Advertisement

এই প্যাচ হল একপ্রকার সিলিকন জেলের প্যাচ। তাতে থাকে হাইল্যুরনিক অ্যাসিড, নিয়াসিনামাইড ও রেটিনলের মতো নানা উপাদান। যা চোখের চারপাশের চামড়াকে ভালো রাখে। কমিয়ে দেয় চোখের ফোলাভাব।

বাজারচলতি যে কোনও আই প্যাচ কিনে নেবেন না। তা বাছাইয়ের ক্ষেত্রে সচেতন হন।এক্ষেত্রে রেটিনল যুক্ত আই প্যাচ ব্যবহার করতে পারেন। হাইল্যুরনিক আই প্যাচও এক্ষেত্রে কার্যকরী।

রাতে ঘুমানোর আগে কিংবা মেকআপ করার আগে আই প্যাচ ব্যবহার করলে আপনার চোখের নিচের চামড়ায় আসবে পরিবর্তন। কমে যাবে ফলা ভাব। চোখে কোনও সমস্যা না থাকলে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আই প্যাচ।

রাতে ঘুমানোর যাওয়ার আগে আন্ডার আই ক্রিম ব্যবহারের চল ছিল। সময়ের সঙ্গে সেবিষয়েও এসেছে পরিবর্তন। এখন আন্ডার আই ক্রিমের বদলে আই প্যাচ চোখের নিচে দিয়ে ঘুমোতে পছন্দ করেন অনেকেই। মোট কথা বলা যায় আই প্যাচ এখন ট্রেন্ডিং।

তবে কোনও সংক্রমণের সমস্যা থাকলে বা চোখে কোনওরকম সমস্যা থাকলে সেক্ষেত্রে আই প্যাচ এড়িয়ে চলাই ভালো। এমনকি সঠিক নিয়ম না মেনে ব্যবহার করলেও কিন্তু বিপদ হতে পারে। তাই সঠিক নিয়ম মেনেই চোখে এই প্যাচ ব্যবহার করবেন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement