BREAKING NEWS

১৬ জ্যৈষ্ঠ  ১৪৩০  বুধবার ৩১ মে ২০২৩ 

READ IN APP

Advertisement

অন্তর্বাসের বিজ্ঞাপনে মহিলাদের মডেলিংয়ে নিষেধাজ্ঞা, খোলামেলা নাইটড্রেসে যুবকরাই!

Published by: Sulaya Singha |    Posted: March 3, 2023 5:07 pm|    Updated: March 3, 2023 5:07 pm

China Banned Woman From Modelling Lingerie, Men Are Doing the same | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনে অন্তর্বাসের অনলাইন বিজ্ঞাপনে মহিলাদের মডেলিংয়ে নৈব নৈব চ। খোলামেলা পোশাক কিংবা নাইটড্রেসে ক্যামেরার সামনে আসতে পারবেন না মহিলা মডেলরা। তাই বলে কি অন্তর্বাসের বিজ্ঞাপনই দেখানো হবে না! তা তো নয়। তাই এর অভিনব বিকল্প উপায়ও বের করেছে ফ্যাশন কোম্পানি। মহিলাদের এই পোশাক পরে মডেলিং করছেন যুবকরাই!

শি জিনপিংয়ের দেশে মহিলাদের অনলাইনে অন্তর্বাস পরে মডেলিংয়ের উপর নিষেধাজ্ঞা বহুদিনের। অনলাইনের মাধ্যমে যাতে দেশে অশীলন কোনও বিষয় ছড়িয়ে না পড়ে, সে কারণেই আইন এনে এই মডেলিংয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এই আইনের ফলে প্রাথমিক ভাবে সমস্যায় পড়ে যায় অন্তর্বাস প্রস্তুতকারক সংস্থাগুলি। অনলাইন বিজ্ঞাপনের জন্য অগত্যা পুরুষ মডেলদেরই দ্বারস্থ হয় তারা। পুরুষরা অবশ্য অর্থের বিনিময়ে বিজ্ঞাপনে রাজি হয়ে যান। চিনা লাইভস্ট্রিম ফ্যাশন কোম্পানির জন্য টাইট ফিটিং অন্তর্বাস থেকে লেস-ট্রিমড নাইটগাউন পরেও মডেলিং করতে দেখা যায় যুবকদের। আর তেমনই একাধিক ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

[আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি’র নজরে কুন্তল ‘ঘনিষ্ঠ’ পার্লার মালকিন, কে এই মহিলা?]

সম্প্রতি যে ভিডিওটি নিয়ে চর্চা শুরু হয়েছে, সেখানে দেখা যাচ্ছে লাইভস্ট্রিম ব্যবসার কর্ণধার জু নিজের পুরুষ মডেলের সঙ্গে পরিচয় করিয়ে দেন। জানান, ওই মডেল যে পোশাকটি পরে আছেন, সেটি মহিলাদের জন্য দারুণ আরামদায়ক। যদিও ভিডিও দেখে অনেকেই বিরক্তি প্রকাশ করেছেন। তাঁদের দাবি, এহেন সিদ্ধান্ত লিঙ্গবৈষম্যকে প্রকট করে। যা মেনে নেওয়া যায় না। অনেকে আবার বলছেন, এভাবেই মহিলাদের কাজ ছিনিয়ে নিচ্ছেন পুরুষরা।

যদিও কোম্পানিগুলির যুক্তি, এক্ষেত্রে তাঁদের হাত-পা বাঁধা। যেহেতু নিয়ম অনুযায়ী মহিলা মডেলরা এই বিজ্ঞাপন করতে পারবেন না, সেই কারণেই পুরুষদের দিয়ে তা করানো হয়।

[আরও পড়ুন: আয়রনম্যানের মতোই এবার আকাশে উড়বেন ভারতীয় জওয়ানরা! চমক দিচ্ছে প্রযুক্তি]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে