ছবি: সোশাল মিডিয়া
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু নিজে সেজে উঠলেই হবে? আপনার সাজপোশাককেও তো সাজিয়ে তুলতে হবে। তাহলেই আপনাকে লাগবে বেশ অন্যরকম। পোশাকের সঙ্গে মানানসই জুতো, গয়না, ঘড়িতে সেজে ওঠা মাস্ট। তবে সময়ের সঙ্গে সঙ্গে নানা ট্রেন্ড এসেছে। যা ফলো করে ফ্যাশনিস্তা যাঁরা, তাঁরা ট্রেন্ড ফলো করতে ভালোবাসেন। আর তাই এখন নিজেকে পোশাকের সঙ্গে মানানসই বিভিন্ন অ্যাকসেসরিজ দিয়ে সাজিয়ে তোলার পাশাপাশি সেগুলিকেও সাজিয়ে তোলা যায়। বলা ভালো অনেকেই তা করতে পছন্দ করেন। আর তাই সেকথা মাথায় রেখেই বাজারে এখন দেদার বিকোয় জুতো, ঘড়ি ও সানগ্লাসের বিভিন্ন সাজসজ্জা।
অনেকেরই চশমার শখ বা চশমার ফ্রেমে নানা এক্সপেরিমেন্ট পছন্দ করেন। সানগ্লাস বা চশমার ফ্রেমে পছন্দসই কাজ ভালোবাসেন। আর তাই গতে বাঁধা ছকে চশমা না কিনে ট্রেন্ড ফলো করে চশমা পরেও স্মার্ট লুক পছন্দ করেন অনেকেই। আপনিও যদি এইরকমভাবে সাজতে চান তাহলে আপনার নিত্যদিন পরার চোখের চশমাটিকে সাজিয়ে তুলতে পারেন।
কেউ আবার ভালোবাসেন নিজের পায়ের জুতোটাও সাজিয়ে তুলতে। এই মুহূর্তে বাজারে ক্রকসের ভীষণ চাহিদা। সময়ের সঙ্গে সঙ্গে সেই ক্রকসের গায়ে দেখা যায় এখন অনেকরকমের ডিজাইন।কাস্টোমাইজেশনের যুগে এখন সব কিছুই প্রায় নিজের মনের মতো হওয়া সম্ভব। আর তাই কেউ আবার পোশাক থেকে সাজসজ্জা সবকিছুই কাস্টোমাইজড করে নিতে পছন্দ করেন। তাই নিজে সেজে ওঠার পাশাপাশি নিজের অ্যাকসেসরিজগুলিকেও সাজিয়ে তুলতে পারেন।
পোশাকে, বিশেষ করে জিনসেও এরকম সাজসজ্জা পছন্দ করে অনেকেই বিশেষ করে এই প্রজন্ম। আর তাই নিজের পছন্দের জিনসের প্যান্ট বা জিনসের পোশাকটিকে নানা রকমের এক্সপেরিমেন্ট করে তা সাজিয়ে তুলতে ভালোবাসেন এই প্রজন্ম। কখনও পছন্দসই নানা রঙের পাথরের কাজে পোশাকের গায়ে নক্ষত্রের সমাহার তৈরি করা বা স্লিক ডিজাইনের চেন দিয়ে তা সাজিয়ে তোলা ফ্যাশনিস্তাদের কাছে খুবই পছন্দের বিষয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.