সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই শুরু হবে বাংলার নতুন বছর৷ বছরের আর পাঁচটা দিন যতই জিনস, টি-শার্টে কাটুক না কেন, এই একটা মাত্র দিনই সাজগোজ থেকে খাওয়াদাওয়া সবেতেই বাঙালি হয়ে ওঠার আপ্রাণ চেষ্টা৷ বাঙালি সাজ, খাওয়াদাওয়া, পুজো, হালখাতা এই সবই যেন নববর্ষের পরিপূরক৷ কিন্তু একটা শাড়ি এবং সঙ্গে কিছু গয়না পরে ফেললেই তো আর হল না, বরং এমন কিছু পরতে হবে যাতে আদর্শ বাঙালি তন্বীর পাশাপাশি আপনি হয়ে উঠতে পারেন ফ্যাশনিয়েস্তা৷
[আরও পড়ুন: ঘুমের আগে সামান্য চর্চা, পার্লার এড়িয়ে সহজে পান উজ্জ্বল-দীপ্তিময় ত্বক]
সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিন সোমবার৷ বছরের আর পাঁচটা দিন অফিসের ব্যস্ততায় যতই কাটুক না কেন, পয়লা বৈশাখের দিনটা হোক একটু অন্যরকম৷ অফিস ছুটি৷ তার উপর আবার বছরের প্রথম দিন৷ তাই নিশ্চয়ই ভেবেছেন মন্দিরে যাবেন? কিন্তু এখনও কী পরবেন ঠিক করেননি, তাই তো? চিন্তা নেই৷ সকালের সাজে থাক সাদা-লালের ছোঁয়া৷ সুতির কোনও শাড়িতে হয়ে উঠুন মোহময়ী৷ সঙ্গে গয়নায় থাক আভিজাত্যের ছোঁয়া৷ অনেকেই এই বিশেষ দিনে সোনার গয়না পরতে পছন্দ করেন৷ পরতেই পারেন লাইট গোল্ড৷ লম্বা চুল হলে, তা খুলে রাখাই ভাল৷ এক্কেবারে বাঙালি তন্বী সেজে চলে যান মন্দিরে৷ পুজো দেওয়ার ফাঁকে কে বা বলতে পারে বছরের শুরুতে এই সাজে কতজনকেই আপনি ভুলিয়ে দিতে পারেন?
বিকেলের দিকে নিশ্চয়ই আপনার কোথাও যাওয়ার পরিকল্পনা রয়েছে? তাই বিকেলের জন্য বেছে নিন সুতি অথবা লিনেন শাড়ি৷ তবে ব্লাউজে থাক আধুনিকতার ছোঁয়া৷ পিঠে আঁকা ব্লাউজই এখন ফ্যাশনে ইন৷ কোনও ব্লাউজের পিঠে রয়েছে লক্ষ্মীপেঁচা, আবারও কোনটাতে থাকুক রবি ঠাকুরের লেখা কবিতা৷
[ আরও পড়ুন: আঁচলে মমতা, কুচিতে মোদি, বডিতে হাত, ভোটের বাজারে বিকোচ্ছে ‘পার্টি শাড়ি’]
শাড়ি-ব্লাউজ তো নয় হল৷ এতেই তো আর সাজ সম্পূর্ণ হয় না৷ মানানসই গয়না ছাড়া যে সাজটাই মাটি৷ তাই শাড়ি-ব্লাউজের সঙ্গে সাজেও থাক বাঙালিয়ানার স্পর্শ৷ কড়ির কিংবা হাল ফ্যাশনের গামছা দিয়ে তৈরি গয়না পরুন৷ বাজার ছেয়ে গিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কিংবা বৈশাখকে স্বাগত জানানো বার্তা দেওয়া গয়নাগাটি৷ তাও পরতেই পারেন৷ এই সাজের মাধ্যমে বৈশাখের বিকালে আপনি প্রশংসা কুড়োতে বাধ্য৷ সঙ্গে চুলে থাক ফুলের উপস্থিতি৷ হাত খোঁপা করে এক কোণে কিংবা গোটা খোঁপাতেই লাগাতে পারেন ফুল৷
[ আরও পড়ুন: আরও শৌখিন অন্তর্বাস চান? ওয়ার্ডরোবে রাখুন ডেনিম প্যান্টি]
কীভাবে সাজবেন, তা তো বুঝতে পারলেন৷ কিন্তু নিশ্চয়ই ভাবছেন কোথায় পাবেন এমন হালফ্যাশনের ব্লাউজ কিংবা গয়নাগাটি? চিন্তা করবেন না৷ বরং তাড়াতাড়ি গড়িয়াহাট কিংবা দক্ষিণাপণে একবার ঢুঁ মারুন৷ সেখানেই পেয়ে যাবে আপনার চাহিদামতো জিনিসপত্র৷ আর বৈশাখের শুরুতে সাজগোজের জন্য অন্যান্য মহিলাদের কাছে হয়ে উঠুন ঈর্ষার পাত্রী৷
[ আরও পড়ুন: গুজরাট-মুম্বইয়ে নয়া ফ্যাশন ট্রেন্ড, মোদিকে টেক্কা দিচ্ছে প্রিয়াঙ্কা শাড়ি]
Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।