Advertisement
Advertisement

Breaking News

Key factors to keep in mind before buying inner garments

অন্তর্বাস ব্যবহারের ক্ষেত্রে এই ভুলগুলি করছেন? পরিণাম হতে পারে মারাত্মক

পোশাকের বদলে অন্তর্বাস নির্বাচনের ক্ষেত্রে মহিলাদের অনেক বেশি ভাবনাচিন্তা করা প্রয়োজন।

Key factors to keep in mind before buying inner garments । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:December 1, 2022 4:52 pm
  • Updated:December 1, 2022 4:52 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুগ এগিয়েছে। যুগের সঙ্গে পাল্লা দিয়ে অনেক আধুনিক হয়ে গিয়েছি আমরা। তা সত্ত্বেও অন্তর্বাস নিয়ে আলোচনা করতে এখনও কুণ্ঠাবোধ করেন বহু মহিলা। তার ফলে অন্তর্বাস নির্বাচন এবং কেনার ক্ষেত্রে নানা ভুল করে ফেলেন। নিজের অজান্তে একাধিক সমস্যা মহিলাদের শরীরে বাসা বাঁধে। তাই বিশেষজ্ঞদের মতে, পোশাকের বদলে অন্তর্বাস নির্বাচনের ক্ষেত্রে মহিলাদের অনেক বেশি ভাবনাচিন্তা করা প্রয়োজন। নইলে হতে পারে মহাবিপদ।

Bra

Advertisement

বিশেষজ্ঞরা জানান, অন্তর্বাস বাছাইয়ের ক্ষেত্রে সামান্য ভুলে একাধিক শারীরিক সমস্যা হতে পারে। ভুল  মাপের অন্তর্বাস পরলে পিঠের চামড়া ভাঁজ হয়ে থাকতে পারে। কিংবা কোমরের কাছে অন্তর্বাস বেঁকে থাকার সমস্যাও হতে পারে। তার ফলে পিঠের মাংসপেশীতে ব্যথা হওয়ার সম্ভাবনা তৈরি হয়।

Advertisement

Bra

 

[আরও পড়ুন: শীত পড়তেই ত্বক শুষ্ক হয়ে উঠছে? এই চার মরশুমি ফলেই হবে মুশকিল আসান]

শারীরিক মাপের তুলনায় ব্রা ছোট হলে কাঁধ, ঘাড়ে ও পিঠে ব্যথা হতে পারে। এমনকী ত্বকে লাল দাগ হয়ে যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়।

Bra
তাছাড়া মাপের তুলনায় ছোট ব্রা পরলে শ্বাসকষ্টের সম্ভাবনাও এড়ানো সম্ভব নয়।

Bra

বিশেষজ্ঞরা মনে করেন, প্রত্যেক মহিলার প্রতি ছ’মাস অন্তর স্তনের মাপ পরিবর্তন হয়। তাই ব্রা কেনার ক্ষেত্রে অবশ্যই সেকথা মাথায় রাখুন। প্রয়োজনে একটু বেশি টাকা খরচ করে ব্র্যান্ডেড কোনও সংস্থার ব্রা কিনুন। তা অনেক বেশি আরামদায়ক হবে।

Bra

প্রতিদিন একই অন্তর্বাস পরবেন না। তাতে ত্বকের সমস্যা দেখা দিতে পারে।

Bra

রোজ পরিষ্কার করে কাচা অন্তর্বাস ব্যবহার করুন। ওয়াশিং মেশিনে অন্তর্বাস কাচবেন না। ব্রা, প্যান্টি হাতে সাবান দিয়ে কেচে নিন।

Bra

ব্রা কিংবা প্যান্টি কেচে ভুলেও রোদে শুকোতে দেবেন না। হাওয়ায় শুকিয়ে নিন অন্তর্বাস।

Bra

প্রতি ৩ থেকে ৬ মাস অন্তর অন্তর্বাস পরিবর্তন করুন। নইলে শারীরিক সমস্যা বাড়ার সম্ভাবনা বেশি হবে।

Bra

[আরও পড়ুন: পার্লারে গিয়ে কাড়ি কাড়ি খরচের কী দরকার! রান্নাঘরেই রয়েছে রোজকার রূপচর্চার উপাদান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ