Advertisement
Advertisement
Jamaisasthi Fashion

বিয়ের পর প্রথম জামাইষষ্ঠী বলে কথা, এভাবে না সাজলে চলে! রইল টিপস

নতুন মেয়ে-জামাইদের জন্য এদিনের সাজ ভীষণ গুরুত্বপূর্ণ।

some tips for jamaisasthi fashion
Published by: Arani Bhattacharya
  • Posted:May 31, 2025 7:28 pm
  • Updated:May 31, 2025 7:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই জামাইষষ্ঠী। ‘মাছ-মিষ্টি ও মোর’ পদে উপচে পড়বে জামাইদের ভোজের থালা। তবে শুধুই ভূরিভোজের দিকে নজর রাখলেই তো হবে না, সঙ্গে এই বিশেষ দিনে সাজের দিকেও নজর রাখতে হবে। বিশেষ করে নতুন মেয়ে-জামাইদের জন্য এদিনের সাজ ভীষণ গুরুত্বপূর্ণ। তাঁরা কীভাবে সেজে উঠবেন এই বিশেষ দিনে? রইল দুরন্ত কিছু টিপস—

Advertisement

এই গরমে যাতে খাওয়াদাওয়া ও সাজপোশাকে গলদঘর্ম অবস্থা না হয় তাই পোশাকের দিকে বিশেষ নজর দিতেই হবে। পোশাকে রাখতে হবে আভিজাত্যের ছোঁয়া, আবার তা আরামদায়কও হবে। কীভাবে?

What to do on Jamai Sasthi
জামাইষষ্ঠীর উপাচার, ছবি: সোশাল মিডিয়া

জামাইষষ্ঠীতে অনেকেই পাঞ্জাবি ও ধুতিতে অভ্য়স্ত। বাংলার চিরকালীন পোশাক। এক্ষেত্রে হালকা মেটেরিয়ালের পাঞ্জাবি পরতে পারেন। পাঞ্জাবিতে স্বচ্ছন্দ বোধ না করলে সুতির কুর্তা- ধোতি প্যান্ট পরতে পারেন। কেউ কেউ ধুতি পরার ঝক্কি এড়াতে জিনসের সঙ্গে পাঞ্জাবি পরেন, খারাপ নয় এই পছন্দ। তবে গরমে পোশাকের রং একটা বড় বিষয়। হালকা রঙের পোশাক পড়ার চেষ্টা করবেন। তাতে গরমে কষ্ট কমবে।

Healthy tips for Jamaisasthi

এ তো গেল জামাইদের কথা। এদিন তো মেয়েকেও সেজে উঠতে হবে সুন্দর করে। তিনি পরতে পারেন সুতির যে কোনও শাড়ি। সেক্ষেত্রে হ্যান্ডলুম, মল কটন, কলমকারির মতো শাড়িগুলি মানানসই হবে। শাড়ির সঙ্গে হাতে শাঁখা-পলা এবং হালকা গয়না পরতে পারেন । খোঁপায় জড়িয়ে নিতে পারেন জুঁই ফুলের মালা। আর যদি বাঙালি সাজে না সাজতে চান তাহলে পরতে পারেন সিল্কের শাড়ি। তার সঙ্গে মানানসই গয়না ও পছন্দসই করে চুল বাঁধুন। এতেই জামাইষষ্টীর অনন্যা হতে পারেন আপনি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement