BREAKING NEWS

১৩ আশ্বিন  ১৪৩০  রবিবার ১ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

ভরা গ্রীষ্মেও ঠোঁট ফাটার সমস্যা, যত্ন নেবেন কীভাবে? রইল টিপস

Published by: Sucheta Sengupta |    Posted: April 23, 2023 9:37 pm|    Updated: April 23, 2023 9:37 pm

Suffering from dry lips even this summer? here are some tips to take care of your lips

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠোঁট কিংবা পায়ের গোড়ালি ফাটছে, এমন সমস্যা তো শীতকালের। আর তার মোকাবিলায় হাজার একটা ক্রিমের দাওয়াই দেন বিশেষজ্ঞরা। কিন্তু এবার তো গ্রীষ্মকালেও (Summer) এসব সমস্যার মুখে পড়তে হচ্ছে। বিশেষত তীব্র গরমেও ঠোঁট (Lip)ফাটছে! কিন্তু কেন এই সমস্যা, কোন পথেই বা সমাধান, সেসব নিয়ে এই প্রতিবেদন।

Brown-lipstick

বিশেষজ্ঞদের মতে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকার গ্রীষ্মের প্রকৃতির সঙ্গে শুষ্ক এলাকার গরমের মিল নেই। পশ্চিমবঙ্গের আবহাওয়ায় আপেক্ষিক আর্দ্রতা (Humidity) বেশি থাকায় গ্রীষ্মকালে ঘাম হওয়া অবধারিত। আর শুষ্ক এলাকার গ্রীষ্মের প্রকৃতি গরম হাওয়া, যা ‘লু’ বলে পরিচিত। তাতে ঘাম হয় না। কিন্তু ভিতরে ভিতরে শরীর শুষ্ক হয়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই দুই এলাকায় গরমের মোকাবিলায় দু’রকমের দাওয়াই দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। তবে এ বছর এল ‘নিনো’র প্রভাবে আবহাওয়া চরিত্র বদলেছে বেশ খানিকটা। বঙ্গে এ বছর বৈশাখের আগে থেকেই উষ্ণ হাওয়ার ঝলকানি, সঙ্গে তীব্র গরম অনুভূত হয়েছে। অর্থাৎ শুষ্ক এলাকার আবহাওয়া এবার গাঙ্গেয় অঞ্চলেও। আর তাতেই শীতকালের মতো ঠোঁট ফাটার সমস্যা দেখা দিচ্ছে।

[আরও পড়ুন: বকেয়া থাকায় চা দিতে অস্বীকার দোকানির, রাগের মাথায় কুপিয়ে খুন! গ্রেপ্তার ক্রেতা]

এই সমস্যার সমাধানে চিকিৎসকদের প্রথম ও প্রধান পরামর্শ, শরীর শুষ্ক হতে দেওয়া যাবে না কোনওমতেই। আর সেটাই ঠোঁট সুস্থ রাখার চাবিকাঠি। বলা হচ্ছে, প্রচুর জল খান। সেইসঙ্গে রসালো ফল রাখুন সারাদিনের খাদ্য তালিকায়। শরীরে তরলের ভারসাম্য ঠিক থাকলে, ঠোঁট শুকিয়ে ফেটে যাবে না। দূর হবে চিন্তাও।

এ তো গেল চিকিৎসকদের কথা। মেক আপ বিশেষজ্ঞরা কী বলছেন? ঠোঁট সুন্দর রাখতে কোন ধরনের প্রসাধন এই গরমে ব্যবহার করা উচিত? বলা হচ্ছে, যে কোনও লিপবাম কিংবা পেট্রোলিয়াম জেলি সবসময় কাছে রাখুন। ঠোঁট শুকিয়ে যাচ্ছে, বুঝলেই তা লাগিয়ে নিতে হবে। এছাড়া রোদে বেরলে ত্বকের বিভিন্ন অংশের মতো সূর্যের প্রখর অতিবেগুনি রশ্মি ক্ষতি করে ঠোঁটেরও। তাই এসপিএফ-৩০ (SPF30) যুক্ত লিপস্টিক বা লিপবাম ব্যবহার করুন। না থাকলে লিপস্টিক লাগানোরক পর আলতো আঙুলে বুলিয়ে নিন সানস্ক্রিন। তাতেই কাজ হবে।

[আরও পড়ুন: ‘কাকা’র মৃত্যুতে মাথা মুড়িয়ে শ্রাদ্ধ করলেন মুসলিম ‘ছেলে’, পূর্বস্থলীতে সম্প্রীতির অনন্য নজির]

দিনের মতো রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে ঠোঁটের প্রসাধন আবশ্যক। শুষ্ক বোধ না করলেও সারা বছর ধরে ঠোঁটের যত্ন নেওয়া জরুরি। তৈলাক্ত নয়, এমন লিপবাম ঠোঁটে লাগাতে হবে, যা ঠোঁটকে রাখে নরম। চাইলে নিজেও তা বানিয়ে নিতে পারেন। সামান্য দুধের সরের সঙ্গে অল্প কাঠবাদাম গুঁড়ো কিংবা সামান্য গোলাপের পাপড়িবাটা মিশিয়ে ঠোঁটের জন্য প্যাক বানাতে পারেন। সপ্তাহে ১ থেকে ২ দিন সেই প্যাক লাগিয়ে মিনিট দশেক পর ধুয়ে ফেললে ঠোঁট হবে নরম, উজ্জ্বল।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে