Advertisement
Advertisement

Breaking News

বিয়ের সাজ মাটি করতে না চাইলে লেহেঙ্গা কেনার আগে এগুলি খেয়াল রাখুন

টিপসগুলি নিশ্চয়ই কাজে লাগবে আপনার৷

Things to remember while shopping your wedding lehenga
Published by: Sayani Sen
  • Posted:November 2, 2018 7:46 pm
  • Updated:November 2, 2018 7:46 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই বিয়ের মরশুম৷ বিয়ের রাতের সাজে বেনারসি ছাড়া ভাবতে পারেন না কেউই৷ তাই বলে রিসেপশনের দিনেও, তা মোটেই নয়৷ এই স্পেশ্যাল রাতে একটু অন্যরকমভাবেই সাজতে চান মহিলারা৷ বেনারসি ছেড়ে তন্বীরা এখন ওই রাতে সাজতে চান লেহেঙ্গায়৷ সকলের কাছে আকর্ষণীয় হয়ে ওঠার জন্য পোশাক অবশ্যই হতে হবে নজরকাড়া৷ আর যাই হোক জীবনের বিশেষ দিনের সাজ মাটি হলে, সারাজীবনই রয়ে যাবে আক্ষেপ৷ তাই বেশি সময় হাতে নিয়ে ভেবেচিন্তে কিনুন লেহেঙ্গা৷ আপনার জন্য রইল সেই টিপস৷

[দীপাবলির সাজে ঠোঁটে থাক সাহসের ছাপ, রইল টিপস]

১. বেশিরভাগ মহিলাই এখন কর্মরত৷ বিয়ের জন্য অফিস থেকে ছুটি নিতেই কালঘাম ছুটে যায় তাদের৷ তার উপর আবার বিয়ের কেনাকাটি করার জন্য আলাদা করে ছুটি কজনই বা পান৷ তাই সপ্তাহান্তের একটা ছুটি কিংবা অফিসের কাজের চাপ সামলে একটু আগে বেরিয়ে বিয়ের কেনাকাটি সারেন অনেকেই৷ কিন্তু খেয়াল রাখুন, বিয়ের আগে কেনাকাটির ব্যস্ততায় খারাপ পোশাক বেছে নেবেন না৷ আর তা করলেই বিশেষ দিনের সাজ নষ্ট হয়ে যাওয়াই স্বাভাবিক৷ তার চেয়ে বরং সময় নিয়ে দেখেশুনে বেশ কয়েকটি দোকান ঘুরে তবেই কিনুন লেহেঙ্গা৷

Advertisement

Advertisement

২. দোকানের সামনে দেখলেন লেহেঙ্গা ঝুলছে৷ আর তা দেখেই পছন্দ হয়ে গেল আপনার৷ ভাবলেন, হাতে সময় যখন কম তখন ওটাই কিনে নিই৷ এই চিন্তাভাবনা বদলান৷ ট্রায়াল না দিয়ে কখনওই বিয়ের লেহেঙ্গা কিনবেন না৷ পোশাক সুন্দর হতেই পারে, কিন্তু তাতে যে আপনি মোহময়ী হয়ে উঠবেন সেরকম নয়৷ তার চেয়ে  বরং ট্রায়াল দিয়ে আপনার গায়ের রং, উচ্চতা, চেহারার সঙ্গে যাচ্ছে কি না দেখে, তবেই কিনুন লেহেঙ্গা৷

[ওয়্যাক্সিং নাকি শেভিং? ত্বকের জন্য কোনটা ভাল?]

৩. ধরুন ৮-১০ মাস আগেই আপনার বিয়ে ঠিক হয়ে গেল৷ আর সঙ্গে সঙ্গেই আপনি ছুটলেন লেহেঙ্গা কিনতে৷ ভাবলেন সময় থাকতে থাকতে কিনে রাখি৷ কিন্তু এই ভুলটি ভুলেও করবেন না৷ হাল ফ্যাশনের সাজে জীবনের বিশেষ দিনে নিজেকে সাজিয়ে তুলতে ৬ মাস আগেই কিনুন লেহেঙ্গা৷

[সুগন্ধীতে নষ্ট হচ্ছে নতুন পোশাক? রইল সমাধানের উপায়]

৪. লেহেঙ্গা পরার পরিকল্পনা থাকলে তার মানানসই অন্তর্বাস কিনুন৷ ওড়না এবং জুতোর দিকেও বিশেষ নজর দেওয়া প্রয়োজন৷ নইলে বিশেষ দিনে প্রশংসার পরিবর্তে সমালোচনার শিকার হতে পারেন আপনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ