Advertisement
Advertisement

১৫ হাজার টাকা বাজেটে সেরা ৫ ক্যামেরা স্মার্টফোন

রিয়ার ক্যামেরায় ফুল এইচডি ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা রয়েছে৷

Five Best Smartphone Cameras Under Rs. 15,000
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 14, 2016 5:22 pm
  • Updated:February 28, 2019 4:03 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরখানেক আগেও ভারতীয় বাজারে উন্নতমানের ক্যামেরা স্মার্টফোনের দাম ছিল ২৫-৬০ হাজার টাকা৷ কিন্তু এখন ১৬ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা বিশিষ্ট স্মার্টফোন আর দুর্মূল্য নয়৷ স্মার্টফোনের ক্যামেরার গুণগত মান যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়, তাহলে এই প্রতিবেদনটি অবশ্যই মন দিয়ে পড়ুন৷

সেলফি তুলতেই হোক বা শখের ফোটোগ্রাফি- স্মার্টফোনের ক্যামেরা কিন্তু সবসময়ই খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়৷ ২০১৬ সালে ভারতের বাজারে যে স্মার্টফোনগুলি লঞ্চ করেছে, তার মধ্যে পাঁচটি সেরা বেছে নিয়ে আপনাদের কাছে হাজির করলাম৷ শেষ বাছাই করার সিদ্ধান্ত অবশ্য আপনাকেই নিতে হবে৷

Advertisement

১. Lenovo Zuk Z1: এই মডেলের ১৩ মেগাপিক্সেলের রিয়ার ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরার ছবি আপনাকে সন্তুষ্ট করবে৷ কম আলোয় ছবি তোলাই হোক বা ছবির নিখুঁত ডিটেলিং- সবক্ষেত্রেই আপনাকে পূর্ণ সন্তুষ্টি দেবে এই ফোনের ক্যামেরা৷ রয়েছে ডুয়াল ফ্ল্যাশ৷ ভিডিও তুলতে পারবেন ১০৮০ রেজোলিউশনে৷ দাম? ১৩ হাজার ৪৯৯ টাকা, মিলবে আমাজনে৷

lenovo

২. Asus Zenfone Max (2016): ১০ হাজারেরও নিচে ভাল ক্যামেরা মডেল খুঁজলে এই ফোনটি হতে পারে আপনার সেরা পছন্দ৷ ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ৫ এমপির ফ্রন্ট ক্যামেরা৷ সঙ্গে ডুয়াল টোন এলইডি ফ্ল্যাশ এবং লেজার অটো-ফোকাস৷ ফুল এইচডি ভিডিও রেকর্ডিং করতে পারবেন৷ দাম ৯,৯৯৯ টাকা৷

asus

৩. Moto G4 Plus: ১৬ এমপি ক্যামেরা, ৫ এমপি-র ফ্রন্ট ক্যামেরা৷ এই মডেলেও ফুল এইচডি ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা রয়েছে, সঙ্গে অটো-ফোকাসও৷ দাম ১৩,৪৯৯ টাকা৷

moto

৪. Lenovo Vibe S1: লেনোভোর এই মডেলে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ক্যামেরা পাবেন৷ ফ্রন্টে ডুয়াল ক্যামেরা সেট-আপ৷ একটি ৮ এমপির সেন্সর ক্যামেরা ও আরেকটি ২ এমপির সেন্সর৷ সদ্য মডেলটির দাম কমেছে, এখন বিক্রি হচ্ছে ১২,৯৯৯ টাকায়৷

vibe_web

৫. Xiaomi Redmi Note 3: চিনা এই মডেলটি বাজারে আলোড়ন ফেলে দিয়েছে৷ ৯,৯৯৯ টাকায় পাবেন ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, এফ/২.০ অ্যাপারচারের সঙ্গে৷ রিয়ার ক্যামেরায় ফুল এইচডি ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা রয়েছে৷

xiaomi

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement