Advertisement
Advertisement
Tea in edible cups made of chocolate-flavoured biscuit

চকলেট বিস্কুটের কাপে চা খেতে চান? জেনে নিন কোথায় গেলে মিলবে সেই সুযোগ

পরিবেশ রক্ষায় এমন অভিনব প্রয়াস বিক্রেতার।

A Madurai tea stall is serving small quantities of tea in edible cups made of chocolate-flavoured biscuit ।Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:December 13, 2020 6:23 pm
  • Updated:December 13, 2020 6:23 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চা (Tea) প্রেমী মানুষের কোনও অভাব নেই। সকালে ঘুম ভাঙার পর চা, বিস্কুট ছাড়া যেন অন্য কোনও কথা ভাবতেই পারেন না তাঁরা। চায়ের স্বাদ খুব ভাল হলে ভাঁড় কিংবা কাপের তলানিতে সামান্য ফেলে রাখার কথা ভুলে যান কোন কোনও চা প্রেমী। আচ্ছা ভাবুন তো চা খাওয়ার পর যদি কাপটাও খেয়ে নেওয়া যেত, তবে কেমন হত? ব্যাপারটা বুঝতে পারছেন না তাই তো? ভাবছেন এ আবার কেমন প্রশ্ন? এমনই এক দোকানের সন্ধান দেব আপনাকে। যেখানে গিয়ে শুধু চা নয়। চায়ের সঙ্গে অনায়াসে খেতে ফেলতে পারবেন কাপও।

আর এস প্যাথি নীলগিরি টি স্টল, মাদুরাইয়ের এই চায়ের দোকানের পথচলা শুরু হয়েছে ১৯০৯ সালে। বাজারচলতি দামে ভাল বিক্রির সুবাদে শুরু থেকে বহু মানুষ ভিড় জমান চায়ের দোকানে। আর পাঁচটা দোকানের মতো মাটির ভাঁড় আর নয়তো প্লাস্টিক কিংবা কাগজের কাপেই চা দেওয়া হত ক্রেতাদের। তবে গত বছর অক্টোবর থেকে প্লাস্টিক বর্জনের হিড়িক শুরু হয়। পরিবেশ রক্ষার কথা মাথায় আসে দোকানের বর্তমান মালিক বিবেকের। তিনিই ব্যতিক্রমী চিন্তাভাবনা শুরু করেন। ভাবতে শুরু করেন চকলেট বিস্কুটের (Chocolate Flavoured Biscuit) তৈরি কাপে চা পরিবেশন করলে কেমন হয়? ব্যস! যেমন ভাবনা তেমন কাজ। তারপর থেকে সফটির মতে চকলেট কোনের পরিবর্তে চকলেট বিস্কুটের কাপে চা পরিবেশন করা শুরু হল।

Advertisement

Chocolate-cup

Advertisement

[আরও পড়ুন: শরীর সুস্থ রেখে মেদ ঝরাতে চান? তাহলে রাতে খাবার সময় এই নিয়মগুলি মেনে চলুন]

ব্যতিক্রমী প্রয়াস মন ছুঁয়ে যায় ক্রেতাদের। ৬০ মিলিলিটার চা ধরে ওই চকলেট বিস্কুটের কাপে। যার দাম ২০ টাকা। সেই চায়ের কাপে ঠোঁট ভেজানো উষ্ণতার খোঁজে বহু মানুষই ভিড় জমান দোকানে। চা খাওয়ার পর কাপও দিব্যি খেয়ে নেন তাঁরা। চকলেটের কাপ ক্রেতাদের মন জয় করে নেওয়ার পর এবার অন্য ফ্লেভারের কাপের কথাও ভাবতে শুরু করেছেন বিক্রেতা। বর্তমানে নেটদুনিয়ায় ভাইরাল চকলেট বিস্কুটের কাপ। দোকানির বুদ্ধির প্রশংসা করছেন প্রত্যেকে। পরিবেশের কথা ভেবে সকলেই এমন ছোট ছোট উদ্যোগ নিন, বলছেন পরিবেশপ্রেমীরা।

[আরও পড়ুন: বড়দিনের কেক থেকে নলেন গুড়ের পিঠে, এক ফোনেই পৌঁছে দিচ্ছে পঞ্চায়েত দপ্তর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ