BREAKING NEWS

১৩ জ্যৈষ্ঠ  ১৪৩০  রবিবার ২৮ মে ২০২৩ 

READ IN APP

Advertisement

এবার ৩০টিরও বেশি দেশে আনলিমিটেড ফ্রি WhatsApp

Published by: Sangbad Pratidin Digital |    Posted: August 19, 2016 4:31 pm|    Updated: June 12, 2018 4:20 pm

FreedomPop Unveils Unlimited Free WhatsApp Access in Over 30 Countries

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়েস কল ও টেক্সট মেসেজিংয়ের অভ্যাস আমূল বদলে দিয়েছে ফেসবুক অধীনস্থ হোয়াটসঅ্যাপ৷ বিশ্বের জনপ্রিয়তম এই মেসেজিং অ্যাপ এখন ইন্টারনেটের খরচ ছাড়াই ব্যবহার করা যাবে৷ সৌজন্যে মার্কিন মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর ফ্রিডম পপ৷

ফ্রিডম পপ-এর নয়া অফার, তাদের সিম কার্ড ব্যবহার করলে বিশ্বের ৩০টি দেশে ইন্টারনেটের খরচ ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে৷ অর্থাৎ, খরচ করতে হবে না নেট ব্যালেন্সও। এমনিতে বছরভর হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে কোনও বাড়তি টাকা লাগে না৷ কিন্তু ইন্টারনেটের ডেটা প্যাক খরচ হয়৷ নয়া অফারে সেটুকুও হবে না৷ এমনকী, রোমিংয়ে থাকলেও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে কোনও খরচ হবে না বলে দাবি করেছে সংস্থাটি৷

সংস্থার দাবি, ২০১৬ সালে দাঁড়িয়ে ভয়েস কল ও টেক্সট মেসেজের জন্য পয়সা খরচ করার কোনও যুক্তি নেই৷ সংস্থাটি চায়, মার্কিন মুলুকে আরও বেশি সংখ্যক মানুষ তাদের নেটওয়ার্কের আওতায় আসুক৷ একটি ব্লগ পোস্টে এই বক্তব্য পেশ করেছে ফ্রিডম পপ৷

কোন কোন দেশে ডেটা খরচ না করেও হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে? আমেরিকা, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, পর্তুগাল, ইতালির মতো দেশে হোয়াটসঅ্যাপ ব্যবহার করার জন্য ফ্রিডম পপ ডেটার খরচ দাবি করবে না৷ শুধু তাই নয়, নির্দিষ্ট কয়েকটি দেশে ফ্রি হোয়াটসঅ্যাপের সঙ্গে ১০০ মিনিট ফ্রি কল, ৫০০টি এসএমএস ও ২০০ এমবি বাড়তি ডেটাও দিচ্ছে সংস্থাটি৷ গতবছর থেকে লস অ্যাঞ্জেলসের এই সংস্থাটি আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যবসা শুরু করেছে৷

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে