Advertisement
Advertisement

জিও-র সঙ্গে গাঁটছড়া বেঁধে নতুন ফোন আনছে গুগল

চলতি বছরের শেষেই অত্যন্ত কম দামে ফোনটি বাজারে আনার পরিকল্পনা রয়েছে।

Google to introduce 4G smartphone with Reliance Jio
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 14, 2017 2:08 pm
  • Updated:March 14, 2017 2:08 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের স্মার্টফোনের বাজার ধরতে ফের আসরে নামতে চলেছে গুগল। রিলায়েন্স জিও-র সঙ্গে যৌথ উদ্যোগে কম দামে নতুন মোবাইল ফোন বাজারে আনতে চলেছে তারা। মূলত সাধারণ মানুষের কথা ভেবেই এই সিদ্ধান্ত। চলতি বছরের শেষেই অত্যন্ত কম দামে ফোনটি বাজারে আনার পরিকল্পনা রয়েছে গুগলের।

[ডিআরএস কাণ্ডের পর বদলে গেল রাঁচি টেস্টের ম্যাচ রেফারি]

এর আগে ২০১৪ সালের সেপ্টেম্বরে ভারতে প্রথমবার অ্যান্ড্রয়েড ফোন এনেছিল গুগল। কিন্তু প্রথমবারে তাঁদের সেই ‘অ্যান্ড্রয়েড ওয়ান’ প্রয়াসটি সফল হয়নি। সেসময় মাইক্রোম্যাক্স, কারবন এবং স্পাইসের মতো মোবাইল সংস্থার সঙ্গে কাজ করেছিল বিশ্বের অন্যতম বৃহত্তম সংস্থাটি। কিন্তু সফলতা পায়নি তাঁরা। তবে ভারতের বিপুল অ্যান্ড্রয়েড মার্কেটের কথা ভেবে এবার রিলায়েন্স জিও-র সঙ্গে হাত মিলিয়েছে তাঁরা।

Advertisement

[৪০ টাকার বদলে ৪ লক্ষ টাকা কেটে নিল টোল বুথ]

বিশেষজ্ঞদের মতে, গুগলের সঙ্গে গাঁটছড়া বাঁধায় লাভবান হবে রিলায়েন্স জিও। গুগলের মতো নামী সংস্থার সৌজন্যে আরও অনেক লোকের কাছে পৌঁছে যাবে মুকেশ আম্বানির সংস্থাটি। পাশাপাশি জিও-র অন্যান্য অ্যাপগুলিও আগের তুলনায় উন্নত হবে। চলতি বছরের শেষেই বাজারে আসতে চলেছে জিও-র স্মার্ট টিভি সার্ভিস। জানা গিয়েছে, স্মার্ট টিভির অ্যাপটির উপর একসঙ্গে কাজ করছে গুগল ও রিলায়েন্স জিও। এদিকে শুধু জিও নয় লাভবান হবে গুগলও। জিও-র সৌজন্যে অনেক মানুষের কাছে পৌঁছতে পারবে বিশ্বের অন্যতম নামী সংস্থাটি। যদিও দু’টি সংস্থাই এই বিষয়ে মুখ খুলতে চায়নি।

Advertisement

[শিশু চুরির অভিযোগ, তুলকালাম মেডিক্যাল কলেজে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ