Advertisement
Advertisement

Breaking News

yellow fungus

কালো ও সাদার পর এবার দেশে ইয়েলো ফাঙ্গাসের হানা, কতটা বিপজ্জনক এই ছত্রাক?

হলুদ ছত্রাকের হানায় শরীরের কী ক্ষতি হতে পারে?

After white and black, now yellow fungus case found in Ghaziabad | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:May 24, 2021 1:49 pm
  • Updated:May 24, 2021 2:11 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অতিমারীর মধ্যে ব্ল্যাক ফাঙ্গাসের (Black Fungus) দাপটে রীতিমতো ত্রস্ত দেশবাসী। যতদিন যাচ্ছে, এই ছত্রাক সংক্রমণের মাত্রা বাড়ছে। তারই মধ্যে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে হোয়াইট ফাঙ্গাস। যার প্রভাব নিয়ে দ্বিধাবিভক্ত চিকিৎসকমহল। অনেকে বলছেন, কালো ছত্রাকের থেকেও ভয়ংকর হোয়াইট ফাঙ্গাস। আবার অনেকের মধ্যে সাদা ছত্রাকের মাধ্যমে সাধারণ সংক্রমণ হয়। সহজেই সেরে যায়। এই আলোচনা-উদ্দীপনার মধ্যেই এবার এসে হাজির হলুদ বা ইয়েলো ফাঙ্গাস (Yellow Fungus)। হ্যাঁ, ঠিকই পড়েছেন। এই নয়া ফাঙ্গাসেরই এবার হদিশ মিলল উত্তরপ্রদেশের গাজিয়াবাদে।

জানা গিয়েছে, গাজিয়াবাদে (Ghaziabad) এক ব্যক্তির শরীরে এই ছত্রাকের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। আপাতত তাঁর চিকিৎসা চলছে। তারপর থেকেই প্রশ্ন উঠছে, ঠিক কতখানি বিপজ্জনক এই ফাঙ্গাসটি? চিকিৎসকদের দাবি, কালো ও সাদা ছত্রাকের চেয়েও মারাত্মক হলুদ বা ইয়েলো ফাঙ্গাস।

Advertisement

[আরও পড়ুন: ডায়বেটিস নিয়ন্ত্রণই ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ থেকে বাঁচার পথ, মত বিশেষজ্ঞদের]

কী লক্ষণ এই ছত্রাকের?
১. শারীরিক ক্লান্তি অনুভূত হবে।
২. ধীরে ধীরে ওজন কমতে থাকবে।
৩. খিদে কমবে অথবা একেবারেই পাবে না।
৪. এর প্রভাব বেশি হলে পুঁজ বেরবে।
৫. কোনও ক্ষতস্থান দ্রুত সেরে না ওঠা।

Advertisement

হলুদ ছত্রাকের হানায় শরীরের কী ক্ষতি হতে পারে?
১. এর প্রভাবে চোখ ধীরে ধীরে বুজে আসে।
২. বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে পড়তে পারে।
৩. শরীরের কোনও অংশে পচনও ধরতে পারে।

পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবেই এই ছত্রাক শরীরে বাসা বাঁধছে বলে মত বিশেষজ্ঞদের। বাসি খাবার-দাবার খাওয়াও এই সংক্রমণের অন্যতম কারণ। চিকিৎসকদের মতে, হলুদ ছত্রাকে মৃত্যুহার তুলনামূলক বেশি। কারণ এটি শরীরের ভিতরের অংশে বেশি ক্ষতের সৃষ্টি করে। তাই যে কোনও উপসর্গ দেখলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এর ওষুধ অ্যান্টি-ফাঙ্গাল ড্রাগ এমফোটেরিসিন বি ইঞ্জেকশন।

[আরও পড়ুন: ভারতে নিষিদ্ধ হোক ‘ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া’ গেমটি, মোদিকে চিঠি বিধায়কের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ