সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মানুষ না কি জীবনের এক তৃতীয়াংশ স্রেফ ঘুমিয়েই কাটিয়ে দেয়!
শুনলে একটু খারাপ লাগে ঠিকই! একেই তো জীবন বড় ছোট! তারও কি না অনেকটাই চলে যায় ঘুমিয়ে!
গেলে আর কী বা করা! ঘুম যে বড্ড দরকারি জিনিস! ওটা না হলে শরীরের কলকবজা কাজ করতেই চাইবে না।
তা, যেটুকু সময় আমরা জেগে থাকি, তার মধ্যে কতটা সময় যায় যৌনতায়?
যৌনতার কথা বিশেষ করে উঠছে, কেন না ওটা মানুষের জীবনের বেশ কিছুটা জুড়ে থাকে। প্রবাদেই আহার, নিদ্রার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে মৈথুনকেও!
তা, একজন মানুষ তার সারা জীবনে কতটা সময় যৌনতার জন্য খরচ করে থাকে?
সম্প্রতি এই নিয়েই একটা সমীক্ষা করেছে বিশ্বখ্যাত রিবক কম্পানি। আমেরিকা, ব্রিটেন, কানাডা, জার্মানি, ফ্রান্স, মেক্সিকো, রাশিয়া, কোরিয়া আর স্পেন জুড়ে মোট ৯০০০ মানুষকে নিয়ে এই সমীক্ষা চলেছে। দেখা গিয়েছে, গড়ে মানুষ না কি তার জীবনে মাত্র .৪৫ শতাংশ সময় যৌনতার জন্য ব্যয় করে উঠতে পারে। মানে, গড়ে হিসেবটা দাঁড়াচ্ছে মাত্র ১১৭ দিন!
হতাশ করার মতো ব্যাপার, তাই না?