BREAKING NEWS

৯ আশ্বিন  ১৪৩০  বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

বাড়িতে খুশির আমেজ ছড়িয়ে দিতে চান? তাহলে দেওয়ালে এই পাঁচটি রং ব্যবহার করুন

Published by: Suparna Majumder |    Posted: June 19, 2021 9:05 pm|    Updated: June 19, 2021 9:05 pm

5 Best colours you can add good and happy vibes to your home | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনান্তের নিশ্চিন্তের আশ্রয় বাড়ি। অতিমারী আবহে চার দেওয়ালের অন্দরেই দিনের বেশিরভাগ সময় কাটছে অনেকের। তাই অন্দরমহলের সাজসজ্জা এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রং (Colours)। চেনা দেওয়ালগুলিকে নিমেষে পালটে দেয় রঙের সামান্য প্রলেপ। আর তাতে আপনার মনও খুশিতে ভরে ওঠে। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে পাঁচটি রঙের উল্লেখও করা হয়েছে।

ব্লাশ পিঙ্ক (Blush pink) – এই রংটি এমন ঘরে রাখবেন যেখানে আপনার সকাল কাটে। সূর্যের প্রথম আলোর সঙ্গে এই রঙের বেশ বন্ধুত্ব। এতে দিনের শুরুতেই আপনার মন ভাল হয়ে যাবে। চোখের আরামও হবে।

Blush pink home decor

বেগুনি (Lilac) – মনকে শান্ত করতে চাইলে বেগুনি রং ব্যবহার করতে পারেন। ড্রইং রুমে এই রং ব্যবহার করা খুব ভাল। কারণ যেকোনও আসবাবপত্রের সঙ্গে এই রংটি খুব ভাল যায়।

পেস্তা সবুজ (Pistachio green) – পরিবেশের সঙ্গে যাঁরা বন্ধুত্ব করতে ভালবাসেন, তাঁদের জন্য এই রংটি আদর্শ। সবুজ এই আভায় মনে হবে যেন প্রকৃতির কোলেই রয়েছেন। অতিমারী আবহে অনেকেই ঘরবন্দি। প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া বারণ। এমন সময় ঘরের দেওয়ালের পেস্তা সবুজ রঙে মন কিছুটা হলেও ভাল থাকবে।

[আরও পড়ুন: সাবধান! বাড়ির এই সমস্ত জায়গায় জুতো বা চপ্পল একদম পরবেন না]

ইয়েলো মেলো (Yellow mellow) – হলুদ রঙের সঙ্গে এমনিতেই খুশির আমেজ জড়িয়ে থাকে। তার এই টোনটি ঘরের দেওয়ালে লাগালে আনন্দের পরিবেশ বজায় থাকে। সূর্যের আলোর সঙ্গে অন্দরমহল আরও উজ্জ্বল হয়ে ওঠে।

Yellow mellow home decor

অ্যাকোয়া (Aqua) – এই রঙের মধ্যে জলের নীলাভ ছোঁয়া আছে। ঘরের অন্দরে শান্ত পরিবেশ তো তৈরি করেই, তার পাশাপাশি একটা তরতাজা ভাবও বজায় থাকে। 

অবশ্য, এই পাঁচটি রং-ই যে আপনাকে নিজের ঘরের দেওয়ালে ব্যবহার করতে হবে তার কোনও মানে নেই।  আপনার যে রং পছন্দ তাই ব্যবহার করুন না। তাতেই মন ভাল থাকবে।

[আরও পড়ুন: বাগান তৈরির সময় এই ভুলগুলি করছেন? আজই সাবধান হোন

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে