Advertisement
Advertisement

Breaking News

দাঁত মাজার ব্রাশ ফেলে দিচ্ছেন! জানেন কি ভুল করলেন?

ব্যবহার জানলে অবাক হতে বাধ্য আপনি৷

How to reuse an old toothbrush
Published by: Sayani Sen
  • Posted:September 23, 2018 6:12 pm
  • Updated:September 23, 2018 6:12 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাঁত মাজার ব্রাশ থাকে সবার বাড়িতেই৷ দাঁতের সুরক্ষায় কেউই আমরা মাসের পর মাস একই ব্রাশ ব্যবহার করি না৷ ব্রাশ বদল করেই তা বাড়ি থেকে দূরে ছুড়ে ফেলে দেবেন না৷ বরং অব্যবহৃত ব্রাশ নানা কাজে ব্যবহার করতে পারেন আপনি৷ নিশ্চয়ই তা জানা ছিল না আপনার৷ আপনার জন্যই রইল টিপস৷

[ঠাকুরঘরে এসব রেখেছেন? সর্বনাশ!]

১. আপনার নিশ্চয়ই রোজ ব্যবহারের জন্য অনেক জুতো রয়েছে৷ যে জুতোগুলি অনেকদিন অন্তর অন্তর ব্যবহার করেন, তা নোংরাও হয়ে যায়৷ ওই জুতো পায়ে দিয়ে কোনও জায়গায় যাওয়ার যোগ্য থাকে না৷ এদিকে দেখলেন জুতো পরিষ্কারের ব্রাশও নেই৷ তবে কী করবেন? কোনও চিন্তা নেই, এই সমস্যা থেকে আপনাকে মুক্তি দেবে অব্যবহার্য পুরনো ব্রাশ৷ জানেন না তো, দাঁত মাজার ব্রাশ দিয়ে খুব সহজেই আপনি জুতো পরিষ্কার করতে পারবেন৷

Advertisement


২. কম্পিউটার প্রতি বাড়িতেই থাকে৷ বাড়ির প্রত্যেকেই কম বেশি তা ব্যবহার করে থাকি আমরা৷ জানেন কি, দাঁত মাজার ব্রাশ দিয়েই কম্পিউটার পরিষ্কার করা সম্ভব৷

Advertisement

[রাতকে করে তুলুন আরও রোম্যান্টিক, ঘর সাজান এভাবে]

৩. জামাকাপড় পরে খাওয়াদাওয়া করছেন অথচ দাগ লাগবে না, তা হতে পারে না৷ এখানেই আপনার মুশকিল আসান করতে পারে দাঁত মাজার ব্রাশই৷ তাই আর ভুলেও অব্যবহার্য ব্রাশ বাড়ি থেকে ছুঁড়ে ফেলেন দেবেন না৷ 

৪. রান্নাঘর বা ডাইনিং রুমের কল অনেক সময় নোংরা হয়ে যায়৷ হাত দিয়ে ঘষলেও, তা পরিষ্কার করা সম্ভব হয় না৷ সেই দাগ পরিষ্কার করতেও কাজে লাগে দাঁত মাজার ব্রাশ৷ ভিনিগার বা লেবু দিয়ে ওই দাগের উপর ব্রাশ দিয়ে ঘসলেও, ম্যাজিক দেখতে পাবেন নিজের চোখেই৷ রান্নাঘরের দেওয়ালের টাইলস পরিষ্কারেও দাঁত মাজার ব্রাশের তুলনা মেলা ভার৷

[কীভাবে যত্নে রাখবেন চিনামাটির বাসন? রইল টিপস]

৫. আপনার গয়নার বাক্সেও নিশ্চয়ই কিছু না কিছু অক্সিডাইসের গয়নাগাটি রয়েছে৷ সেগুলি পরিষ্কারেও কিন্তু দাঁত মাজার অব্যবহার্য ব্রাশের সাহায্য নিতে পারেন৷ উপকার যে পাবেন, তা একশো শতাংশ নিশ্চিত৷

৬. ঠোঁট ফাটার সমস্যায় ভোগেন অনেকেই৷ মৃত কোষ ঠোঁটের উপর থেকে সরাতে ব্রাশের সাহায্য নিতেই পারেন৷ একদিন এভাবে ঠোঁটের যত্ন নিয়ে দেখতেই পারেন৷ ফল পাবেন অবশ্যই৷

৭. দাঁত মাজার অব্যবহার্য ব্রাশ ছাড়া চিরুনি পরিষ্কার করার কথা ভাবাই যায় না৷ কি বলছেন, এভাবে কোনওদিন চিরুনি পরিষ্কার করেননি? খুব কম সহজে এর চেয়ে ভাল কোনও পদ্ধতি থাকতেই পারে না৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ