Advertisement
Advertisement

Breaking News

আলমারিতে এভাবে শাড়ি রাখেন? প্রিয় পোশাকের বারোটা বাজল বলে!

ঘরোয়া পদ্ধতিতে শাড়ি রাখুন যত্নে৷

How to maintain your favourite sarees
Published by: Sayani Sen
  • Posted:September 22, 2018 6:41 pm
  • Updated:September 22, 2018 6:41 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই পুজো আসছে৷ ঘরের মেয়ে বছরখানেক পর বাপেরবাড়ি ফিরছে বলে কথা৷ এলাহি আয়োজন চলছে চতুর্দিকে৷ হাজারও ব্যস্ততায় চলছে মণ্ডপ তৈরির কাজ৷ এ তো নয় গেল, পুজো উদ্যোক্তা, শিল্পীদের কথা৷ কিন্তু উমাকে বরণ করে নেওয়ার উৎসবে শামিল হতে আপনিও কি প্রস্তুতিতে কিছু বাকি রেখেছেন? পারলে রোজই একবার করে বেড়িয়ে পড়ছেন কেনাকাটি করতে৷ নিশ্চয়ই কেনাকাটির তালিকায় একটা বড় অংশ জুড়ে রয়েছে শাড়ি, তাই তো? সুতি থেকে ভারী জড়ির শাড়ি, পুজোর চারদিন পরার জন্য নিশ্চয়ই চারদিনের জন্য বেছে বেছে হালফ্যাশনের শাড়ি কিনেছেন আপনি৷ আর হবে নাই বা কেন বাঙালির সেরা উৎসবে সবাই তো চায় জিনস-টিশার্টকে একটু দূরে ঠেলে দিয়ে বঙ্গললনা হয়ে উঠতে৷ পুজোর আগে শাড়ি কিনে কিনে আলমারি তো ভরাচ্ছেন, কিন্তু তার আগে জেনে নিয়ে ঘরোয়া পদ্ধতিতে কীভাবে যত্ন নেবেন শাড়িগুলির৷

[পোশাকেই শারদীয়ার গন্ধ, পুজোয় হিট কালনার ‘দুর্গা’ শাড়ি]

দাগ তুলুন ঘরোয়া পন্থায়: পুজো প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরবেন আর কিছু খাওয়াদাওয়া করবেন না, তা আবার হয় নাকি? ভিড়ভাট্টা, ধাক্কাধাক্কিতে খাবার পড়তে পারে শাড়িতেও৷ কিন্তু দুশ্চিন্তার কোনও কারণ নেই৷ বরং ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই তুলে ফেলুন দাগ৷ ঠান্ডা জল দিয়ে ওই দাগ লাগা জায়গাটি ধুয়ে ফেলুন৷ তাতেও দাগ না উঠলে ব্যবহার করুন সাবান৷ তৈলাক্ত কিছু শাড়িতে লাগলে, সেই দাগ তোলার জন্য ব্যবহার করুন পাউডার অথবা গ্লিসারিন৷

Advertisement

ভাঁজ পরিবর্তন করুন: পুজোর শপিং ব্যাগে নিশ্চয়ই সিল্কের শাড়ি রয়েছে৷ পুজোতে পরলেন আর তারপর ভাঁজ করে রেখে দিলেন দিনের পর দিন৷ তারপর হঠাৎ মাসছয়েক পর আপনার মনে হল ওই শাড়িটা পরে বেরোলে কেমন হয়? শাড়ি বের করতে গিয়েই দেখলেন, ততক্ষণে তার দফারফা হয়ে গিয়েছে৷ ভাবুন তো চোখের সামনে প্রিয় শাড়ি নষ্ট হয়ে গেলে, মন খারাপ হবে না? সেই সমস্যা থেকে মুক্তি পেতে সপ্তাহ অন্তর অন্তর শাড়ির ভাঁজ পরিবর্তন করুন৷ এভাবে জড়ি ছিঁড়ে যাওয়া কিংবা ভাঁজে ভাঁজে শাড়ি কেটে যাওয়ার সমস্যা থেকে রেহাই পেতে পারেন আপনি৷

Advertisement

[এক টুকরো বরফেই লুকিয়ে আপনার সৌন্দর্যের চাবিকাঠি!]

ভিনিগারের ব্যবহার: সিল্ক শাড়ির উজ্জ্বলতা হারিয়ে গেলেই শেষ৷ ব্যস, আর ওই শাড়ি পরার যোগ্য থাকে না৷ ঘরোয়া পদ্ধতিতে সিল্ক শাড়ির ঔজ্জ্বল্য ধরে রাখা সম্ভব৷ এক বালতি জলের মধ্যে একটু ভিনিগার নিন৷ এবার ওই জলে শাড়ির জরি অংশ ডুবিয়ে তুলে নিন৷ শাড়ি শুকিয়ে পরে ইস্ত্রি করে নিন৷ এরপর চমক দেখবেন নিজে চোখেই৷

শাড়ি ঝুলিয়ে রাখবেন না: শাড়ি ভাল রাখতে চাইলে, আলমারিতে তা ঝুলিয়ে রাখবেন না৷ তাতে জরি ছিঁড়ে যাওয়ার সমস্যা যেমন তৈরি হয়, তেমনই আবার পোকামাকড় শাড়িতে আক্রমণও করতে পারে খুব সহজেই৷

[পুজোয় চুলেও চাই ভিন্ন লুক, জেনে নিন কী কী ফ্যাশনে ইন]

ন্যাপথলিন: আলমারিতে গুছিয়ে রাখা শাড়িও কিন্তু সবসময় সুরক্ষিত নয়৷ কে বলতে পারে কখন পোকামাকড় ঢুকে আপনার প্রিয় শাড়ির বারোটা বাজায়? তাই আগাম সতর্ক হোন৷ ব্যবস্থা নিন৷ আলমারির কোণায় কোণায় দিয়ে রাখুন ন্যাপথলিন৷ আলমারিতে রাখতে পারেন নিমপাতাও৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ