সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করতে পেইন্টিংয়ের জুড়ি মেলা ভার। ঘর সাজাতে এটি খুব সাধারণ একটি জিনিস। কিন্তু অনেক সময় সঠিক যত্নের অভাব নষ্ট হয়ে যায় পেইন্টিং। তাই নিয়ম করে এই বস্তুটিরও যত্ন প্রয়োজন। নাহলে স্রেফ যত্নের অভাবে খারাপ হয়ে যেতে পারে ভাল কোনও ছবি।
[ এভাবে সহজেই সাজিয়ে তুলতে পারেন আপনার সাধের ব্যালকনি ]
১) কখনও কোনও পেইন্টিংয়ের ফ্রেমের উপরের অংশ ধরবেন না। এতে সমস্ত ভার ছবির উপর পড়ে ছবি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ছবির ফ্রেম নিচ থেকে ধরুন।
২) ছবি কখনও ব্রাশ দিয়ে পরিষ্কার করবেন না। ফ্রেম পরিষ্কার করার ক্ষেত্রে ব্রাশ ব্যবহার করতে পারেন। কিন্তু ছবি পরিষ্কার করতে চাইলে ভেলভেট ব্যবহার করুন।
৩) বাইরের দেওয়ালে ভুলেও ছবি ঝোলাবেন না। এতে বাতাসের আর্দ্রতা লেগে ছবি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
[ গেরস্থালির কাজেও ব্যবহার হতে পারে পাতিলেবু, জেনে নিন কীভাবে ]
৪) একইভাবে বাড়ির উপরের তলায় কখনও ছবি রাখবেন না। অতিরিক্ত তাপে ছবি নষ্ট হয়ে যায়।
৫) প্রতি সপ্তাহে অন্তত দু’বার ছবিগুলো সম্পূর্ণ ঝাড়ামোছা করুন। ফাটল ধরলে তখনই সেগুলো মেরামত করন।
৬) প্লাস্টিক দিয়ে পেইন্টিং ঢেকে রাখা খুব ভুল চিন্তাধারা। ছবি ঢেকে রাখার সময় সবসময় কাগজ ব্যবহার করুন।
৭) ছবি দেওয়ালে ঝোলানোর সময় সবসময় তার ব্যবহার করুন। ঠিকভাবে ছবি দেওয়ালে ঝোলান।
৮) কোনও একটি প্রমাণ সাইজের দেওয়ালের জন্য দু’টি ছবিই যথেষ্ট। এর বেশি ছবি দেওয়ালে লাগালে সৌন্দর্য নষ্ট হয়ে যায়।
৯) ছবিতে যদি ছত্রাক ধরে যায়, তাহলে নিজে কিছু না করে বিশেষজ্ঞদের ডাকুন।
১০) হাত দিয়ে কখনও ছবি ধরবেন না। কারণ হাত বেশিরভাগ সময়ই অপরিষ্কার থাকে। ফলে ছবি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
[ বাড়িতে পোকামাকড়ের উপদ্রব? তাড়াবার এই ঘরোয়া উপায় জানা আছে? ]