Advertisement
Advertisement
why men have nipples

জানেন, কেন পুরুষ দেহে থাকে স্তনবৃন্ত?

পুরুষের স্তনবৃন্ত থেকে মনে হতেই পারে, সব পুরুষের মধ্যেই কোথাও না কোথাও একটু নারী সত্বা থাকে? আর সব নারীর মধ্যে লুকিয়ে থাকে পুরুষ সত্তা! সত্তার এই বিভাজনে এগিয়ে নারীরাই৷

Do you know why men have nipples. Explore the interesting facts
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 4, 2016 9:29 pm
  • Updated:April 1, 2019 3:48 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  মাতৃত্বের কারণে হোক কিংবা যৌনতার ক্ষেত্রে-নারীদেহে স্তনের আলাদা গুরুত্ব আছে৷ শুধু শিশুপালনেই যে নারীদেহে স্তন কার্যকরী তা তো নয়, তার সঙ্গে জড়িয়ে আছে যৌনতার হাতছানিও৷ চারপেয়ে থেকে দ্বিপদী হচ্ছে যখন মানুষ, তখনই নারীদেহের স্তনের উপর এ গুরুত্ব আরোপ হয়৷ একদিকে যেমন তা যৌন উত্তেজনার ইশারা দেয়, তেমনই তা পরবর্তীকালে মাতৃত্বেও সহায়ক হয়৷ কিন্তু পুরুষদের ক্ষেত্রে এ দুটোর কোনওটাই প্রয়োজনীয় নয়৷ তাহলে পুরুষদের স্তনবৃন্ত থাকে কেন?

এ প্রশ্ন বিজ্ঞানীদের বহু ভাবিয়েছে৷ কেনই বা পুরুষের স্তনগ্রন্থি ও বৃন্ত থাকে? কেনই বা তা নারীদেহের মতো পরিণত হয় না, তা বহুদিন ছিল জটিল ধাঁধা৷ প্রয়োজনীয়তার দিক থেকে বিচার করে পুরুষ স্তনবৃন্তের তেমন কোনও গুরুত্বপূর্ণ কাজ মেলে না৷ তাহলে কেনই বা পুরুষশরীরে অপরিহার্য হল এটি? এই প্রশ্নের উত্তর খুঁজতেই ফিরে যেতে হবে মানুষের সৃষ্টির একেবারে গোড়ায়৷

Advertisement

পুরুষের স্তনবৃন্ত থেকে মনে হতেই পারে,  সব পুরুষের মধ্যেই কোথাও না কোথাও একটু নারী সত্বা থাকে? আর সব নারীর মধ্যে লুকিয়ে থাকে পুরুষ সত্তা! সত্তার এই বিভাজনে এগিয়ে নারীরাই৷ কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের এক গবেষণায় জানা গিয়েছে মাতৃগর্ভে প্রত্যেক ভ্রুণের প্রথম আত্মপ্রকাশ হয় নারী হিসেবেই৷ আর এর প্রমাণ হিসেবে জন্মের পরও পুরুষ দেহে থেকে যায় স্তনবৃন্ত৷

Advertisement

man,studs,he,portrait-19237ba262969229c482669d16b7d06e_h

জানা গিয়েছে, গর্ভাবস্থার প্রথম কয়েক সপ্তাহে ভ্রুণের বেড়ে ওঠা নারী হিসেবেই৷ দীর্ঘ আট সপ্তাহ পর যদি মায়ের দেহ থেকে Y ক্রোমোজম সেই অপরিণত X এক্স ক্রোমোজমের সঙ্গে মিলিত হয়, তবেই সেই ভ্রুণ পুরুষের চিহ্ন নিয়ে বাড়তে শুরু করে৷ আর যদি মায়ের দেহে Y ক্রোমোজম না থাকে, তাহলে হয় নারীশিশুর জন্ম৷

অতএব, প্রত্যেক পুরুষের স্তন তার নারী সত্বারই প্রতীক৷ তাতে থাকে মহিলাদের মতোই স্পর্শ কাতরতা৷ যৌন উত্তেজনায় তাই নারীদেহের মতো জেগে ওঠে পুরুষ স্তনবৃন্তও. তাই, বিজ্ঞানীদের দাবি স্তন ক্যান্সার শুধুমাত্র যে মহিলারদেরই হতে পারে তা নয়, এই রোগ দেখা যেতে পারে পুরুষদের মধ্যেও৷ যদিও সম্ভাবনা খুবই কম৷ মাত্র ১ শতাংশ৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ