Advertisement
Advertisement

Breaking News

NBSTC

পুজোয় উত্তরবঙ্গের ট্রেনে টিকিট নেই, বেসরকারি বাসের ভাড়া ৩ গুণ! মুশকিল আসান NBSTC

নতুন ৭৩টা বাস পাবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম।

NBSTC arranges some special tour bus for North Bengal for Durga Puja Vacation | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:September 14, 2023 12:04 pm
  • Updated:September 14, 2023 12:07 pm

নব্যেন্দু হাজরা: মহালয়া থেকে ডিসেম্বর-জানুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গগামী দূরপাল্লার ট্রেনে টিকিট নেই। কলকাতা থেকে শিলিগুড়ি বেসরকারি এসি ভলভো বাসের ভাড়া এখনই ধরাছোঁয়ার বাইরে সাধারণ মানুষের। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গে বেড়াতে যাওয়ার জন‌্য পুজোর আগে থেকেই বাড়তি বাস চালাবে এনবিএসটিসি। এমনিতে কলকাতা থেকে উত্তরবঙ্গগামী সাতটি বাস এখন চলে সেই সংখ‌্যা দ্বিগুণ করা হতে পারে বলে জানিয়েছেন এনবিএসটিসির চেয়ারম‌্যান পার্থপ্রতিম রায়।

পাশাপাশি পর্যটকদের সুবিধায় বিশ্বকর্মা পুজোর পরই এনজিপি স্টেশন থেকে ১৬ সিটের ট‌্যাক্সি পরিষেবা বাড়ানো হবে বলে জানান তিনি। বলেন, “অন‌্য গাড়ির থেকে এই ট‌্যাক্সির ভাড়া অনেকটাই কম হবে। আমরা বিভিন্ন ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করছি। ট‌্যাক্সি সার্ভিস প‌্যাকেজে পাওয়া যাবে। তাছাড়া আমরা প‌্যাকেজ ট্যুরও শুরু করছি। সবুজের হাতছানি নাম। সিকিম, দার্জিলিং, ডুয়ার্স। দু’তিনদিনের ছোট ছোট প‌্যাকেজ। হোটেল থেকে খাওয়াদাওয়া সবকিছুই এই প‌্যাকেজের মধ্যে থাকবে। সামনেই শীতের মরসুম। পুজো থেকে শুরু করে গোটা শীতকালটাই পর্যটকদের জন‌্য এই প‌্যাকেজ থাকবে। শীঘ্রই অনলাইনে বুকিংও শুরু হয়ে যাবে।”

Advertisement

[আরও পড়ুন: ‘আত্মবলিদান কখনও ভোলার নয়’, অনন্তনাগে শহিদদের প্রতি শোকজ্ঞাপন মমতার]

এদিন কসবার পরিবহণ ভবনে এনবিএসটিসির বোর্ড মিটিং ছিল। চেয়ারম‌্যান জানান, নতুন ৭৩টা বাস পাবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। ডিজেল ও সিএনজি চালিত হবে বাসগুলো। সেগুলোও শীঘ্রই যাত্রী পরিষেবায় নামানো হবে। তেনজিং নোরগে বাসস্ট‌্যান্ডকে আধুনিকভাবে সাজানো হবে। তাছাড়া এনবিএসটিসির হাতে থাকা ডিপোগুলোকে বাস পরিষেবার পাশাপাশি বাণিজ্যিকভাবে ভাড়া দেওয়ারও চিন্তাভাবনা করা হচ্ছে।

Advertisement

তবে এনবিএসটিসি যতই বাড়তি বাস চালাক, আদতে পুজোর আগে ও পড়ে উত্তরবঙ্গ যেতে গেলে পকেট হালকা হবে বাঙালির। আরও এক মাস আগে থেকেই পুজোর সময় উত্তরবঙ্গগামী কোনও ট্রেনে টিকিট নেই। ওয়েটিং লিস্ট ১০০ পার করেছে। ফলে পাহাড় দেখতে গেলে নিজস্ব গাড়ি বা বেসরকারি দূরপাল্লার বাসই ভরসা মানুষের। কিন্তু সেখানে এসি ভলভো স্লিপারের ভাড়া চার হাজার টাকা উঠেছে। চাহিদা বুঝে এই বাসের ভাড়া আরও বাড়বে বলেই জানাচ্ছে বেসরকারি বাসমালিকরা। তাঁদের বক্তব‌্য, যেহেতু ফ্লেক্সি ফেয়ার। তাই বাসের টিকিটের দাম তো চাহিদা অনুযায়ী ওঠানামা করবে। পুজোর সময় প্রতিবছরই বাসের ভাড়া বাড়ে। এবারও তাই হচ্ছে।

[আরও পড়ুন: স্কুল লাগোয়া পুকুরে ডুবে মৃত্যু ছাত্রের, শিক্ষকদের আটকে রেখে মারধর নিহতের পরিবারের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ