Advertisement
Advertisement

নস্ট্যালজিয়া উসকে ফিরল Nokia 3310, কেন কিনবেন?

পুরনো চাল ভাতে বাড়ে!

Nokia 3310 launched in India with added features
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 16, 2017 6:37 am
  • Updated:July 13, 2018 3:21 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: Nokia 3310 ফোন দুনিয়ার প্রবীণ সদস্য৷ যখন এর রাজত্ব ছিল তখন অ্যান্ড্রয়েড স্মার্ট ফোনের জমানা চালু হয়নি৷ এখন আবার ঘুরে গিয়েছে সময়ের চাকা৷ স্মার্ট ফোনের হাজারও সুবিধার দৌলতে এখন হাতে হাতে ঘুরছে হরেক ফোন৷ স্মার্ট এই সময়েই আবার ফিরেছে Nokia 3310৷ তবে এখনও তাতে এমন বৈশিষ্ট্য আছে, যা খুশি করবে গ্রাহকদের৷

নোকিয়ার এই ফোন যে ফিরছে সে ঘোষণা আগেই ছিল৷ আনুষ্ঠানিকভাবে ভারতের বাজারে এবার সেটিকে লঞ্চ করা হল৷ নোকিয়া ব্র্যান্ডের ফোন তৈরি ও সেগুলির বিপণনের দায়িত্বে আছে এইচএমডি গ্লোবাল৷ সংস্থার তরফে জানানো হচ্ছে, গ্রাহকদের কথা মাথায় রেখেই বেশ কয়েকটি ইউনিক ফিচার যোগ হয়েছে এই ফোনে৷

Advertisement

স্মার্ট ফোনের যত সুবিধাই থাক না কেন, সমস্যাও কম নয়৷ বিশেষত ব্যাটারি ব্যাক আপ বা চার্জের সমস্যায় জেরবার গ্রাহকরা৷ সেখানেই বাজিমাত করতে পারে নোকিয়ার এই ফোন৷ একবার পুরো চার্জ দিলেই দেদার দিনভর কথা বলে যেতে পারে৷ 1200 mAh ব্যাটাররি এই ফোনের ক্ষেত্রে সংস্থার দাবি ফোনের স্ট্যান্ড বাই টাইম এক মাস পর্যন্ত৷ এছাড়া পিন চার্জার পয়েন্টের বদলে যোগ হয়েছে ইউএসবি পোর্ট৷ কার্ভড স্ক্রিন হওয়ার ফলে দিনের আলোয় ফোনের লেখা পড়তে অনেক সুবিধা হবে৷ সংস্থার দাবি, ফোনের পুরনো বৈশিষ্ট্য সবই আছে, তবে সময়ের দাবি মেনেই আধুনিকীকরণ করা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে৷ মোট চারটি রঙে এখন মিলবে এই ফোন৷ থাকছে ২জি ইন্টারনেট পরিষেবার সুবিধাও৷ এছাড়া পুরনো বেশ কিছু গেম পাওয়া যাবে ফোনে৷ আর দাম? মডেল নম্বরের সঙ্গেই মিলিয়ে, এ ফোনের দাম রাখা হয়েছে ৩৩১০ টাকা৷ পুরনো চাল যে ভাতে বাড়ে, নোকিয়ার এ ফোনই যেন তার প্রমাণ দিচ্ছে৷

Advertisement

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ