Advertisement
Advertisement

পেনকিলারে আসক্ত? মহিলা হলে অবশ্যই পড়ুন এই প্রতিবেদনটি

জানলে চমকে যাবেন!

Painkillers causes loss of hearing in women
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 18, 2016 4:39 pm
  • Updated:July 11, 2018 12:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাথা ব্যথা বা দাঁতে ব্যথা, পিঠ ব্যথা কিংবা ঋতুস্রাবের অসহ্য যন্ত্রণা আটকাতে আপনারও কি পেনকিলার খাওয়ার অভ্যেস রয়েছে? এবার তাহলে ভাবার সময় এসেছে৷ ভবিষ্যতের কথা চিন্তা করে যখন-তখন পেনকিলার খাওয়ায় লাগাম টানলে আপনিই উপকৃত হবেন৷

গবেষণা বলছে, যেসব মহিলা টানা ছ’বছরের বেশি সময় ব্যথা রুখতে আইব্রুফেন পেনকিলারটি নিচ্ছেন, তাঁদের শ্রবণশক্তিতে বড়সড় প্রভাব পড়তে পারে৷ এমনকী শোনার ক্ষমতা সম্পূর্ণ হারিয়ে ফেলতে পারেন তাঁরা৷ মার্কিন মুলুকে ৪৮ থেকে ৭৩ বছরের ৫৪ হাজার মহিলার মধ্যে একটি সমীক্ষা করা হয়েছিল৷ এঁরা অ্যাসপিরিন, আইব্রুফেন এবং অ্যাটামিনোফেনের মতো পেনকিলারগুলি নিয়মিত খেয়ে থাকেন৷ দেখা গিয়েছে, যিনি যত বেশি সময় ধরে আইব্রুফেন এবং অ্যাটামিনোফেন খাচ্ছেন, তাঁদের শোনার ক্ষমতা আগের থেকে অনেকটাই হ্রাস পেয়েছে৷ তবে ঠিক কতটা মাত্রায় অ্যাসপিরিন নিলে শ্রবণশক্তিতে তা প্রভাব ফেলতে পারে, সেই বিষয়টি এখনও পুরোপুরি স্পষ্ট নয়৷

Advertisement

আমেরিকার মহিলা হাসপাতালের গবেষক বলছেন, “এই দেশে এই রোগ অনেক মহিলার মধ্যেই রয়েছে৷ বিভিন্ন কারণেই শ্রবণশক্তি হারাতে পারেন মহিলারা৷ তবে গবেষণা এবং সমীক্ষা বলছে, আইব্রুফেন এবং অ্যাটামিনোফেন খাওয়ার জন্য প্রায় ৫.৫ শতাংশ মহিলাই শোনার ক্ষমতা হারিয়েছেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement