Advertisement
Advertisement

Breaking News

Virtual Dat

বছরশেষে ভারচুয়াল ডেটে নজর কাড়তে চান? এই বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখুন

ভারচুয়াল ডেট মানেই কিন্তু অবহেলা করা চলবে না!

Here are some important tips of Virtual Date for this Christmas and New Year Season | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:December 21, 2020 11:05 pm
  • Updated:December 21, 2020 11:05 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর শেষ হতে চলল। সামনেই বড়দিন। তারপর নতুন বছর। অন্যান্যবার ভিড়ে ঠাসা পার্কস্ট্রিট, শহরের ইতিউতি ছড়িয়ে থাকা মেলা, ছোট-বড় ক্যাফে কিংবা খোলা আকাশের নিচে দিব্যি আলাপ জমানো যায়। নতুন প্রেমের ছোঁয়া পাওয়া যায়। মনের কথা খুলে বলা যায়, আবার প্রাণের কথা শোনা যায়। কিন্তু অতিমারী (CoronaVirus) পরিস্থিতিতে খুব প্রয়োজন না হলে বিপদের ঝুকি না নেওয়াই ভাল। তা বলে কি প্রেমের জোয়ারে গা ভাসাবেন না? অবশ্যই ভাসাবেন, ভাসবেনও। প্রযুক্তির আশীর্বাদ তো আছে। সেই সুবাদে ভারচুয়াল ডেটের (Virtual Date) উপায়ও আছে।

তবে ভারচুয়াল ডেট মানেই কিন্তু অবহেলা করা চলবে না। তার জন্যও কয়েকটি বিষয়ে খেয়াল রাখতে হবে। তবেই প্রেমের প্রজাপতি খোলস ছেড়ে বেরিয়ে আকাশে-বাতাসে ভালবাসার রং ছড়িয়ে দিতে পারবে।

Advertisement

১) বাড়ি থেকেই প্রেম করছেন বলে বাড়ির পোশাকে ল্যাপটপ কিংবা মোবাইলের সামনে বসে পড়বেন না। হালকা মেকআপ করে নেবেন। চাইলে ন্যুড মেকআপ ব্যবহার করতে পারেন। মনে রাখবেন “ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন”।

Advertisement

২) নিজের বাড়ির আগোছালো পরিস্থিতি নিশ্চয়ই প্রথম আলাপেই দেখাতে চাইবেন না। তাই এমন ব্যাকগ্রাউন্ড বাছবেন যা ছিমছাম ও পরিষ্কার।

[আরও পড়ুন: মনে ঈর্ষাভাব? তার ছোঁয়াচ থেকে নিজের সম্পর্ককে বাঁচিয়ে রাখুন এই সহজ উপায়ে]

৩) কোলের মধ্যে ল্যাপটপ কিংবা মোবাইল নিয়ে একদম বসবেন না। ভারচুয়াল ডেটের সময় চোখের মাপ বুঝে ক্যামেরা রাখবেন। চাইলে এমন অ্যাঙ্গেলেও রাখতে পারেন যাতে আপনাকে আরও সুন্দর দেখায়।

৪) ডেট ভারচুয়াল হলেও সময়ের খেয়াল রাখবেন। প্রথম আলাপে উলটো দিকের মানুষটাকে অযথা অপেক্ষা করানো একদম উচিত নয়। পাশাপাশি ল্যাপটপ বা মোবাইলের চার্জ ঠিক আছে কিনা, নেটওয়ার্ক কেমন, অর্ডিও কোয়ালিটির কী পরিস্থিতি সেগুলিও আগে দেখে নেবেন।

৫) ভারচুয়াল ডেটের ক্ষেত্রে ঘরের আলো খুব গুরুত্বপূর্ণ। কম আলো আসে এমন ঘরে একদম বসবেন না। দিনের বেলা হলে প্রাকৃতিক আলো ব্যবহার করবেন। আর রাতের বেলা ঘরে বাড়তি আলোর ব্যবস্থা রাখবেন।

[আরও পড়ুন: ব্রিফকেসকে বিয়ে রাশিয়ান সুন্দরীর! জানেন, কেন জন্মায় জড় পদার্থের সঙ্গে যৌনতার ইচ্ছা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ