২০ অগ্রহায়ণ  ১৪৩০  মঙ্গলবার ৫ ডিসেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

পাঁচ রাজ্যের রায়

মিজোরাম (৪০/৪০) এগিয়ে / জয়ী
এমএনএফ ১০
জেডপিএম ২৭
কংগ্রেস
বিজেপি
অন্যান্য
মধ্যপ্রদেশ (২৩০/২৩০) জয়ী
বিজেপি ১৬৪
কংগ্রেস ৬৫
অন্যান্য
রাজস্থান (১৯৯/২০০) জয়ী
বিজেপি ১১৫
কংগ্রেস ৬৯
অন্যান্য ১৫
ছত্তিশগড় (৯০/৯০) জয়ী
বিজেপি ৫৪
কংগ্রেস ৩৫
অন্যান্য
তেলেঙ্গানা (১১৯/১১৯) জয়ী
বিআরএস ৩৯
কংগ্রেস ৬৪
বিজেপি
এআইএমআইএম
অন্যান্য

হানিমুন প্ল্যান করছেন? মধুচন্দ্রিমায় যাওয়ার আগে মাথায় রাখুন এই ৬টি বিষয়

Published by: Akash Misra |    Posted: November 29, 2021 11:31 am|    Updated: November 29, 2021 11:31 am

Must know things before planning honeymoon tour । Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধুচন্দ্রিমা ব্যাপারটা সব সময়ই খুব স্পেশ্যাল। তা পুরুষ বা নারীর দুজনের কাছেই। অনেকের মনের মধ্যেই হানিমুন (Honeymoon) নিয়ে সুপ্ত অনেক বাসনা থাকে। অনেকেই স্বপ্ন বুনে ফেলেন ঠিক কী কী করবেন তাঁরা। অনেকে আবার এসব নিয়ে ভাবেন না। বরং তাঁরা বিশ্বাস, যখন যেটা, তখন সেটা। একেবারে স্রোতের ভাসা। তবে বিশেষজ্ঞরা বলছেন, হানিমুনের মধ্যেই লুকিয়ে রয়েছে আপনার চারিত্রিক গুণ। তাই বিয়ের পর সঙ্গীর কাছে নিজেকে তুলে ধরার জন্য হানিমুন ব্যাপারটা স্পেশ্যাল করতেই হবে। কীভাবে?

১) কারও ভাল লাগে পাহাড়, কারও আবার সমুদ্র। অনেকের আবার জঙ্গল। হানিমুন যেহেতু দু’জনের তাই গুরুত্ব দেওয়া উচিত দু’জনের ইচ্ছেকেই। তাই আগে মিলিয়ে নিন সেই ইচ্ছে। তারপর ব্যাক্স প্যাটরা গুছিয়ে বেরিয়ে পড়ুন।

২) হানিমুন স্পেশ্যাল শপিং কিন্তু করতেই হবে। কিনে ফেলুন স্টাইলিশ অন্তর্বাস, নাইট ওয়ার। কারণ, মধুরাতে, মধুর খেলায় এগুলো কিন্তু আগুনে বারুদের কাজ করবে।

Honeymoon

৩) লাগেজ গোছানোর ব্যাপারে দু’জন দু’জনকে সাহায্য করুন। এ ব্যাপারে পুরুষরা একটু এগিয়ে গিয়ে স্ত্রী সাহায্য করুন। এতে আপনার কেয়ারিং নেচার ধরা পড়বে। স্বামীর থেকে লুকিয়ে একটা স্পেশ্যাল গিফট কিনে লাগাজে ঢুকিয়ে নিন। হানিমুনে গিয়ে ঘরের ভিতর সারপ্রাইজ দিন তাঁকে। পাহাড়ে গেলে সুন্দর একটা শোয়েটার আর সমুদ্রে গেলে সুন্দর একটা শর্টস কিনতেই পারেন। আর পুরুষরা স্ত্রীয়ের জন্য কিনে ফেলুন বিকিনি! সমুদ্রের ধারে গেলে এটা অবশ্যই কাজে লাগবে।

৪) হানিমুন ব্যাপারটা একটু ধীর গতিতে সেরে ফেলুন। টুর প্ল্যান এমনভাবে করুন, যাতে তাড়াহুড়ো না থাকে। দরকার পড়লে গোটা একটা দিন হোটেল রুমেই সময় কাটান। কখনও বিছানায়, কখনও রুমের বারান্দায়। শরীরে থাকুক অল্প বস্ত্র! রোম্যান্স কিন্তু জমে যাবে। পাহাড়ে গেলে একই কম্বলের নিচে দুজনে শরীর ঢেকে নিন। কুয়াশা মাখা বারান্দায় বসে ঠোঁটে ঠোঁট রাখুন। হানিমুন জমে ক্ষীর।

Honeymoon

৫) ক্যামেরা নিতে ভুলবেন না। আজকাল অবশ্য ফোনের সঙ্গে দুর্দান্ত ক্যামেরা থাকেই। প্রতিটি মুহূর্তকেই ক্যামেরায় বন্দি করুন। হানিমুন থেকে ফিরে সেরাগুলো ফ্রেম করুন।

৬) মেয়েরা শপিং করতে খুবই ভালবাসেন। পুরষরা হানিমুনে গিয়ে একেবারেই মেয়েদের এ ব্যাপারে বাধা দেবেন না। উলটে সাহায্য করুন। জিনিস পছন্দ করুন দুজনে একসঙ্গে মিলে।

শেষমেশ, নিজের মতো গুছিয়ে নিন আপনার মধুচন্দ্রিমার প্ল্যান। চেষ্টা করুন এমন কিছু না করতে যাতে স্মৃতিটা তিক্ত হয়ে যায়। আপনার মধুচন্দ্রিমা হোক মধুর মতোই মিষ্টি।

Honeymoon

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে