Advertisement
Advertisement

‘ভ্যালেন্টাইনস ডে’ উপলক্ষ্যে স্যামসাং নিয়ে এল একগুচ্ছ অবিশ্বাস্য অফার

কী কী অফার পাবেন? পুরোটাই পড়ে নিন এই প্রতিবেদনে-

Samsung brings amazing offers for love birds on Valentine's Day 
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 11, 2017 1:52 pm
  • Updated:February 12, 2017 2:25 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘লাভ বার্ড’দের জন্য একগুচ্ছ অফার নিয়ে হাজির হল জনপ্রিয় দক্ষিণ কোরীয় সংস্থা স্যামসাং৷ শুধুমাত্র ভারতীয় গ্রাহকদের জন্য এই বিশেষ অফার নিয়ে এসেছে স্যামসাং৷ ‘ভ্যালেন্টাইনস ডে’ উপলক্ষ্যে ‘বান্ডল অফ লাভ’ অফারে স্যামসাংয়ের বিভিন্ন বেস্টসেলিং হ্যান্ডসেট, স্মার্টওয়াচে মিলবে বিশেষ ছাড়৷

(Jio-র নতুন অফার, আনলিমিটেড সিনেমা ডাউনলোড করুন সম্পূর্ণ বিনামূল্যে)

সীমিত সময়ের জন্য অফারটি মিলবে শুধুমাত্র স্যামসাং শপ ওয়েবসাইটে৷ এই বিষয়ে সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অসীম ওয়ারসি বলেছেন, “প্রেমিক-প্রেমিকাদের উপহার দেওয়ার জন্য কয়েকটি বেস্টসেলিং স্যামসাং প্রোডাক্টের উপর আমরা এখন বিশেষ ছাড় দিচ্ছি৷”

Advertisement

একজনরে দেখে নিন ‘ভ্যালেন্টাইনস ডে’-তে কী কী প্রোডাক্টের উপর মিলবে ছাড়-

Advertisement

১. একটি স্যামসাং গ্যালাক্সি জে৭ প্রাইম কিনলে ১৪৯৯ টাকা দামের একটি অরিজিনাল স্যামসাং ব্লুটুথ হেডসেট পাবেন ৬৫০ টাকার বিনিময়ে৷

২. স্যামসাং গ্যালাক্সি জে৫ প্রাইম কিনলে একটি ১৪৯৯ টাকা দামের স্যামসাং ব্লুটুথ হেডসেট পাবেন মাত্র ৭৫০ টাকায়৷

৩. একটি স্যামসাং গ্যালাক্সি অন নেক্সট কিনলে ১৪৩৯ টাকার ৬৪ জিবির স্যামসাং মাইক্রো এসডি কার্ড পাবেন মাত্র ২৫০ টাকার বিনিময়ে৷

samsung-offer-uncut

৪. একটি স্যামসাং গ্যালাক্সি অন ৮ কিনলে ১৪৯৯ টাকা দামের স্যামসাং ব্লুটুথ হেডসেট পাবেন মাত্র ৩৫০ টাকায়৷

৫. স্যামসাং গ্যালাক্সি এ৭ (২০১৬) কিনলে ২৯৯৯ টাকা দামের একটি লেভেল ইউ হেডসেট পাবেন মাত্র ৯০০ টাকায়৷

৬. স্যামসাং গ্যালাক্সি এ৫ (২০১৬) কিনলে ১৪৩৯ টাকা দামের একটি ৬৪ জিবির স্যামসাং মাইক্রো এসডি কার্ড পাবেন ৩৫০ টাকায়৷

৭. ১১,৯০০ টাকা মূল্যের স্যামসাং গিয়ার ফিট ২ কিনলে পাবেন ২০০০ টাকা ছাড়৷

অন্যান্য অফারের জন্য ভিজিট করুন শপ স্যামসাং ডট কম৷ যেখানে আপনি পাবেন আপনার স্যামসাং প্রোডাক্টের জন্য ২৪ ঘন্টার হেল্প চ্যাট৷ নির্দিষ্ট কয়েকটি প্রোডাক্ট কিনলে পাবেন ফ্রি হোম ডেলিভারিও৷

(এসে গেল হোয়াটসঅ্যাপের আরও একটি নয়া ফিচার)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ