Advertisement
Advertisement
Tim Cook

এক ধাক্কায় ৩০০ কোটি বেতন কমল অ্যাপেল সিইওর! টিম কুকের রোজগার কত?

হঠাৎ বেতন কমল কেন টিমের?

Apple CEO Tim Cook's salary dropped by 300 crore in 2023 | Sangbad Pratidin

ছবি: সংগৃহীত।

Published by: Kishore Ghosh
  • Posted:January 18, 2024 1:42 pm
  • Updated:January 18, 2024 1:43 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩০০ হোক বা ৩ হাজার, বেতন কমা বড় দুঃসংবাদ একজন কর্মীর জন্যে। তবে কিনা যাঁর ৩০০ কোটি ‘বেতন’ কমে, তিনি সাধারণ কর্মী নন। সাম্প্রতিক খবরে প্রকাশ, গত এক বছরে ৩০০ কোটি টাকা আয় কমেছে বিশ্ব স্মার্টফোন সংস্থা অ্যাপলের (Apple) সিইও টিম কুকের (Tim Cook)। প্রশ্ন উঠছে, তাহলে টিমের আসল বেতন কত?

ইউএস সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনকে অ্যাপলের তরফে দেওয়া তথ্য অনুযায়ী ২০২৩ সালে টিম প্রায় ৫২৪ কোটি টাকা আয় করেছেন। বিগত বছরে শুধুমাত্র বেতন হিসাবে পেয়েছেন ২৫ কোটি টাকা। এর বাইরে ২০২৩ সালে শেয়ার বাজার থেকে প্রায় ৩৯০ কোটি টাকা আয় করেছেন। সংস্থার লভ্যাংশ হিসাবে প্রায় ৮৯ কোটি টাকা রোজগার করেছেন। এছাড়াও ভাতা বাবদ আরও প্রায় ২১ কোটি টাকা উপার্জন করেছেন টিম। অ্যাপলের দাবি, সব মিলিয়ে ২০২৩ সালে সংস্থার সিইও-র মোট আয় ভারতীয় মুদ্রায় ৫২৩ কোটি টাকা। যদিও সেই আয়ও গত বছরের তুলনায় ৩০০ কোটি টাকা কম। প্রশ্ন ওঠে, তাহল ২০২২ সালে ধনকুবের কত টাকা আয় করেছিলেন?

Advertisement

 

Advertisement

[আরও পড়ুন: সমরশক্তিতে শীর্ষে আমেরিকা, তালিকায় কত নম্বরে ভারত ও চিন?]

সংস্থা সূত্রে খবর, ২০২২ সালে টিমের মোট আয় ছিল ৮২৩ কোটি ৯১ লক্ষ টাকা। ২০২৩ সালে নিজের বেতনের ৪০ শতাংশ কমানোর প্রস্তাব করেন তিনি। কেন? টিমের নাকি মনে হয়েছিল, তাঁর বেতন ‘অত্যাধিক বেশি’ যা ‘টিম অ্যাপেলে’র জন্য ভালো বিজ্ঞাপন নয়। সেই কারণেই নিজেই বেতন কমানোর প্রস্তাব করেছিলেন। আর ঠিক এই কারণেই ২০২৩ সালে ৩০০ কোটি টাকা আয় কমেছে টিম কুকের।

 

[আরও পড়ুন: জন্মের প্রমাণপত্র হিসাবে গ্রহণযোগ্য নয় আধার! বড় সিদ্ধান্ত কেন্দ্রের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ