Advertisement
Advertisement
cyber crime

সাইবার প্রতারণা হতে সাবধান! ফাঁদ থেকে বাঁচতে মাথায় রাখুন এই ৪ বিষয়

সম্প্রতি লালবাজারের তরফে সতর্কতামূলক একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

Be aware of cyber crime, here how to be alert

প্রতীকী ছবি

Published by: Sulaya Singha
  • Posted:March 10, 2024 11:35 pm
  • Updated:March 11, 2024 1:33 pm

অর্ণব আইচ: সোশাল মিডিয়ায় প্রতারণার জাল বিস্তার করছে স্ক্যামাররা। কাজ আর টাকার লোভ দেখিয়ে ফাঁদ পাতছে প্রতিনিয়ত। আর সেই ফাঁদে পা দিলেন সাফ হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সম্প্রতি এমন নানা ঘটনা উঠে এসেছে শিরোনামে। সোশাল প্ল্যাটফর্ম, বিশেষ করে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় মেসেজিং অ্যাপগুলিকে হাতিয়ার করেই লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। তাই সতর্ক থাকতে হবে আপনাকেই। কীভাবে? সম্প্রতি লালবাজারের তরফে সতর্কতামূলক একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

প্রায় প্রতিদিনই আশপাশে প্রতারণার ঘটনার কথা শোনা যায়। কিন্তু কখন যে আপনি নিজেই সেই ফাঁদে পড়ে গিয়েছেন, বুঝতেও পারেন না। তাই কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখার পরামর্শ দিচ্ছে পুলিশ তথা সাইবার অপরাধ দমন শাখা। সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তিতে মূলত চারটি বিষয়ে জোর দেওয়া হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ইস্টবেঙ্গলকে উড়িয়ে আইএসএল ডার্বির রং সবুজ-মেরুন, লিগ শীর্ষে পেত্রাতোসরা]

১. অচেনা অনেক হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ওয়ার্ক ফ্রম হোমের প্রস্তাব দেওয়া হয়। অল্প সময় কাজ করলেই মিলবে মোটা অঙ্কের বেতন। এহেন লোভনীয় প্রস্তাবে সাড়া দিলেই বিপদ। মেসেজ কিংবা ফোন করে এক্ষেত্রে প্রথমে কিছু টাকা জমা দিতে বলা হয়। আর সেই প্রক্রিয়ার ফাঁকেই ব্যাঙ্কের যাবতীয় তথ্য় হাতিয়ে নেয় জালিয়াতরা। তাই এধরনের মেসেজ থেকে দূরে থাকুন।

Advertisement

২. অচেনা নম্বর থেকে হোয়াটসঅ্য়াপ কিংবা টেলিগ্রামে ভিডিও কল এলে এড়িয়ে যাওয়াই ভালো। অনেক সময়ই বন্ধুর বেশে ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে ভিডিও কল করা হয়। চাওয়া হয় টাকা। সে ডাকে সাড়া দিয়েও খোয়াতে পারেন সঞ্চিত অর্থ।

৩. ফোন করে কখনও কখনও ওপার থেকে বলা হয় আপনার নামে কুরিয়ার সার্ভিস আছে। সেটি নিতে গিয়ে জানানো হয় তা বেআইনি পণ্যে ভরা। যার জন্য টাকা দিতে হবে। এহেন অনামী কুরিয়ার সার্ভিসের ফোন পেলে সতর্ক থাকুন।

৪. সোশাল মিডিয়ার মাধ্যমে ক্রিপ্টোকারেন্সিতে লগ্নি করবেন না ভুল করেও। বিশেষ করে এক্ষেত্রে টেলিগ্রাম অ্যাপটি এড়িয়ে চলুন। সম্প্রতি এমন কাজ করে সর্বস্ব খুইয়েছেন অনেকেই।

[আরও পড়ুন: প্রতিশ্রুতি ভঙ্গ! বারাকপুরের টিকিট না পেয়ে ‘বিদ্রোহী’ অর্জুন ফিরছেন পদ্ম ব্রিগেডে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ