BREAKING NEWS

৮ আশ্বিন  ১৪৩০  মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

সাবধান! হ্যাকারদের হাতে পড়েছে ১১৭ মিলিয়ন ইমেল আইডি-পাসওয়ার্ড

Published by: Sangbad Pratidin Digital |    Posted: May 21, 2016 5:46 pm|    Updated: June 7, 2019 5:33 pm

Beware! Hackers Are Trying To Sell 117 Million LinkedIn Email, Passwords

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হ্যাকারদের হাতে পড়েছে সোশ্যাল মিডিয়া লিঙ্কডইনের ১১৭ মিলিয়ন ইমেল-আইডি এবং পাসওয়ার্ড৷ একথা জানিয়েছে লিঙ্কডইন কর্তৃপক্ষই৷ সেই সঙ্গে লিঙ্কডইন গ্রাহকদের ইমেল-আইডি এবং পাসওয়ার্ডের ব্যাপারে সতর্ক থাকতে বলেছে৷

এই খবর আসার পরই শোরগোল পরে গিয়েছে আপামর বিশ্বে৷ কেন না এই খবর সত্যি হলে ২০১২ সালের পর সবচেয়ে বড় তথ্য চুরির ঘটনা ঘটবে৷ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, লিঙ্কডইন সম্ভাব্য আক্রান্ত গ্রাহকদের পাসওয়ার্ড বদলে দিচ্ছে এবং নতুন পাসওয়ার্ড ব্যবহার করতে অনুরোধ করেছে৷ পুরনো পাসওয়ার্ডগুলি বাতিল করে দিচ্ছে লিঙ্কডইন৷ ঘটনার তদন্ত শুরু করেছে লিঙ্কডইন৷ সূত্রের খবর, চুরি করা ইমেল-আইডি এবং পাসওয়ার্ড হ্যাকাররা পাঁচ বিট কয়েন বা ২,২০০ মার্কিন ডলারের বিনিময়ে অবৈধ বাজারে বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করছে৷

২০১৫ সালে হ্যাকাররা যে তথ্যচুরি করে তার জন্য লিঙ্কডইন প্রায় আট লক্ষ গ্রাহককে ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়৷

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে