Advertisement
Advertisement
Deepfake

ডিপফেক রুখতে নয়া নির্দেশিকা কেন্দ্রের, ইউজারদের জানাতে হবে এই বিষয়গুলি

বছরশেষে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ডিপফেক প্রযুক্তি।

Centre's new rule To IT Firms On Deepfakes | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:December 27, 2023 2:12 pm
  • Updated:December 27, 2023 2:12 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রযুক্তির উন্নতির সঙ্গে বাড়ছে অনলাইন প্রতারণার হারও। বছরশেষে আবার সেলিব্রিটি থেকে আমজনতার মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ডিপফেক (Deepfake) প্রযুক্তি। আর এই ডিপফেকের রমরমা রুখতে এবার তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির জন্য নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্র।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে একের শরীরে বসিয়ে দেওয়া হচ্ছে অন্যের মুখ। আর সেসব ছবি-ভিডিও কখনও ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশাল মিডিয়ায় তো কখনও তা ভাইরাল করার হুমকি দিয়ে ব্ল্যাকমেল করা হচ্ছে। কেন্দ্র যে এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে, তা আগেই জানিয়েছিল। মঙ্গলবার ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে ইনস্টাগ্রাম, X-এর মতো প্ল্যাটফর্মগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে, তথ্যপ্রযুক্তি আইন লঙ্ঘন করা যাবে না। পাশাপাশি এই আইন অনুযায়ী যে সব বিষয় নিষিদ্ধ তালিকায় পড়ছে, সোশাল মিডিয়া সংস্থাগুলির তরফে সেগুলি সম্পর্কে ইউজারদের সতর্ক করতে হবে।

Advertisement

[আরও পড়ুন: ‘ভারত জোড়ো’র পর এবার ‘ভারত ন্যায় যাত্রা’র ঘোষণা রাহুলের]

তথ্যপ্রযুক্তি আইনের ৩(১)(বি) আইনে সাফ বলা আছে, কোনও ব্যক্তির শরীর সংক্রান্ত কিংবা অশ্লীল বিষয় সোশাল মিডিয়ায় তুলে ধরতে পারবে না। একইসঙ্গে বিভ্রান্তি তৈরি করে, এমন কোনও পোস্ট করা যাবে না। একজন মানুষকে অন্য কেউ হিসেবে দেখানোও নিষিদ্ধ। নির্দেশিকায় উল্লেখ রয়েছে, আইনে কোন বিষয়গুলির উপর সমাজমাধ্যমে নিষেধাজ্ঞা রয়েছে, সে সবকিছু ব্যবহারকারীদের জানাতে হবে সংস্থাগুলিকে। কোনও সোশাল প্ল্যাটফর্মে প্রতিবার লগ ইন করার সময় কিংবা কিছু আপলোড করার সময় সেই আইনের খুঁটিনাটি মনে করাতে হবে।

Advertisement

কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর এও জানিয়েছেন, ভুল তথ্য় ইউজারদের জন্য অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে। তাই সোশাল মিডিয়া সংস্থাগুলি আইন লঙ্ঘন করলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

[আরও পড়ুন: বছরভর রোনাল্ডোর শাসন, কেন-এমবাপেকে ছাপিয়ে সর্বোচ্চ গোলদাতা পর্তুগিজ মহানায়ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ