Advertisement
Advertisement

Breaking News

Airtel

Airtel গ্রাহকদের জন্য খারাপ খবর, দাম বাড়ছে সমস্ত প্রিপেড প্ল্যানের

জেনে নিন কোন প্ল্যানের কত মূল্যবৃদ্ধি হচ্ছে।

Check out: Airtel To Increase Prices of all Prepaid Plans | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:November 22, 2021 8:31 pm
  • Updated:November 22, 2021 9:55 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এয়ারটেলের (Airtel) কানেকশন ব্যবহার করেন? তাহলে আপনার জন্য খারাপ খবর। সমস্ত প্রিপেড প্ল্যানের দাম বাড়াতে চলেছে জনপ্রিয় এই টেলিকম সংস্থা। আগামী ২৬ নভেম্বর থেকে প্রিপেড ট্যারিফের মূল্য ২০ শতাংশ থেকে ২৫ শতাংশ বাড়বে বলে জানিয়েছে কোম্পানি। এমনকী বদলে যাচ্ছে ন্যূনতম ট্যারিফ প্ল্যানের দামও।

কোম্পানির তরফে জানানো হয়েছে, অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার (ARPU) অর্থাৎ প্রত্যেক গ্রাহকের থেকে গড় রেভিনিউ আয় বাড়াতেই ট্যারিফের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ন্যূনতম প্ল্যানটি ৭৫ টাকা থেকে বেড়ে হল ৯৯ টাকা। যার মেয়াদ ২৮ দিন। তবে প্ল্যানগুলির দাম বাড়লেও এক বিন্দুও অতিরিক্ত সুযোগ-সুবিধা পাবেন না গ্রাহকরা। আরও সহজ করে বলতে গেলে কোম্পানির লাভ বাড়াতে খরচ বাড়ছে ইউজারদের।

Advertisement

[আরও পড়ুন: Coronavirus: করোনার বিরুদ্ধে যুদ্ধে আশা দেখাচ্ছে ফাইজারের নতুন ট্যাবলেট, দামও সাধ্যের মধ্যে]

সংস্থার তরফে বলা হয়েছে, জনপ্রিয় প্রায় প্রতিটি মাসিক প্ল্যানে অন্তত ৫০টাকা করে অতিরিক্ত গুনতে হবে গ্রাহকদের। তবে শুধু মান্থলি ট্যারিফই নয়, টপ-আপ প্ল্যানের দামও বাড়তে চলেছে। উদাহরণস্বরূপ বলা যায়, ৪৮ টাকার প্ল্য়ানটি বেড়ে হচ্ছে ৫৮ টাকা। আবার ৯৮ এবং ২৫১ টাকার টপ-আপ প্ল্যানে রিচার্জ করতে এখন খরচ হবে যথাক্রমে ১১৮ টাকা এবং ৩০১ টাকা। 

Advertisement

একনজরে জেনে নেওয়া যাক কোন প্ল্যানের কত মূল্যবৃদ্ধি হচ্ছে:
১. ১৪৯ টাকার প্রিপেড প্ল্যানের দাম হচ্ছে ১৭৯ টাকা।
২. ২১৯ টাকার এয়ারটেল প্রিপেড প্ল্যান এবার কিনতে হবে ২৬৫ টাকা।
৩. ২৪৯ টাকার প্ল্যানের দাম বেড়ে হচ্ছে ২৯৮ টাকা।
৪. আগে যে প্ল্যানের দাম ছিল ২৯৯ টাকা, তা এখন মিলবে ৩৫৯ টাকা।
৫. ৩৯৯ টাকার প্ল্যান হচ্ছে ৪৭৯ টাকা। যার মেয়াদ ৫৬ দিন।
৬. ৪৪৯ টাকার প্ল্যানের দাম ২৬ নভেম্বরের পর হবে ৫৪৯ টাকা। এরও মেয়াদ ৫৬ দিন।
৭. ৫৯৮ এবং ৬৯৮ টাকার প্ল্যানের দাম বেড়ে হবে যথাক্রমে ৭১৯ এবং ৮৩৯ টাকা। এই দুটির মেয়াদ আবার ৮৪ দিন।
৮. ১৪৯৮ টাকার বার্ষিক প্ল্যান এখন মিলবে ১৭৯৯ টাকায়। এবং ২৪৯৮ টাকার বার্ষিক ট্যারিফ বেড়ে হচ্ছে ২৯৯৯ টাকা।

[আরও পড়ুন: এবার টুইটার থেকেও সহজেই হতে পারে অর্থাগম, জানুন কীভাবে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ