৪ আশ্বিন  ১৪৩০  শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

এবার আরও সহজ রান্নার গ্যাস সিলিন্ডার বুক করা, জেনে নিন কীভাবে

Published by: Paramita Paul |    Posted: May 29, 2020 2:51 pm|    Updated: May 29, 2020 5:36 pm

Customer can book BPCL cooking cylinder by Whatsapp

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা সময় ছিল যখন দোকানে লাইন দিয়ে গ্যাস সিলিন্ডার বুক করতে হত। তারপর গঙ্গা-যমুনা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। এখন একটা ফোন কলেই নিমেষে সেরে ফেলা যায় গ্যাস সিলিন্ডারের বুকিং। এমনকী, ওয়েবসাইট থেকে অনলাইনেও বুক করা যেত। এবার আরও সহজ হল সেই বুকিং পরিষেবা। হোয়াটস অ্যাপেই বুক করা যাবে সিলিন্ডার। জানিয়ে দিল ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL)। বুধবার থেকেই গ্রাহকদের জন্য এই সুবিধা চালু করা হয়েছে। ইতিপূর্বে ইন্ডেন এই পরিষেবা চালু করেছিল। এবার সেই পথেই হাঁটল ভারত পেট্রোলিয়াম কর্তৃপক্ষ কর্তৃপক্ষ।

কীভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্যাস সিলিন্ডার বুকিং করবেন

  • ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের গ্রাহকদের গ্যাস সিলিন্ডার বুক করতে ১৮০০২২৪৩৪৪ নম্বরটি মোবাইলে সেভ করতে হবে।
  •  নম্বরটি সেভ করার পরে ওই নম্বরে গ্যাস বুকিংয়ের জন্য রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে ‘Hi’ লিখে পাঠাতে হবে।
  • এর পরে গ্রাহককে একটি মেসেজ পাঠানো হবে। যেখানে লেখা থাকবে গ্যাস সিলিন্ডার বুক করার জন্য ‘1’ অথবা ‘BOOK’ লিখে পাঠান।
  • আর সেটা করলেই সংস্থার তরফ থেকে একটি গ্যাস বুকিং কনফার্মেশন মেসেজ দেওয়া হবে।
  • জানিয়ে দেওয়া হবে আপনি আপনার গ্যাস সিলিন্ডারটি কবে নাগাদ ডেলিভারি পেতে পারেন।

[আরও পড়ুন : ফের ট্রেনের শৌচাগার থেকে উদ্ধার পরিযায়ী শ্রমিকের দেহ, রেলের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন]

এ প্রসঙ্গে ভারত পেট্রোলিয়ামের মার্কেটিং ডিরেক্টর অরুন সিং জানান, “গ্রাহকদের সুবিধার্থে আমরা এই পদক্ষেপ করছি। হোয়াটসঅ্যাপ এখন সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তাই এবার থেকে হোয়াটঅ্যাপের মাধ্যেমে গ্যাস বুকিং করা যাবে।” প্রসঙ্গত ইন্ডেনও এই ব্যবস্থাপা আগেইচালু করেছিল। তাদের এই পরিষেবার নম্বরটি হল, ৭৫৮৮৮৮৮৮২৪

[আরও পড়ুন : ১২০ দিন আগেই করা যাবে টিকিট সংরক্ষণ, নয়া ঘোষণা রেলের]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে