Advertisement
Advertisement
UPI

চলতি বছরের শেষে আর কাজ নাও করতে পারে আপনার UPI আইডি, জানুন খুঁটিনাটি

সাবধান হন আগেই।

Customers who have not been active for more than one year will not be able to receive funds from January | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:November 19, 2023 6:07 pm
  • Updated:November 19, 2023 6:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্টারনেটের দৌলতে আর্থিক লেনদেন এখন অনেক সহজ। বিশ্বের যে কোনও প্রান্ত থেকে যে কোনও জায়গায় এক মুহূর্তে পাঠানো যায় টাকা। তার জন্য ব্যবহার করতে হয় UPI আইডি। কিন্তু জানেন কি চলতি বছরের শেষে নিষ্ক্রিয় হয়ে যাবে বহু UPI আইডি? 

এনপিসিআই(ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া) মূলত অপারেট করে UPI। অনলাইন লেনদেন অর্থাৎ গুগল পে, ফোন পে-র মাধ্যমে টাকা আদানপ্রদান হয় এই ইউপিআই-এর মাধ্যমে। এবার বন্ধ হয়ে যেতে চলেছে বহু ইউপিআই আইডি। ব্যাপারটা কি? জানা গিয়েছে, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নিষ্ক্রিয় করে দেওয়া হবে বহু UPI আইডি। নিশ্চয় ভাবছেন কেন এবং কোন আইডি গুলো বন্ধ করা হবে? জানা গিয়েছে, অনেকেই আছেন যারা কোনও একসময় হয়তো ইউপিআই আইডি তৈরি করেছিলেন কিন্তু তা ব্যবহার করেন না। কেউ আবার একটা সময়ে ব্যবহার করতেন, কিন্তু বর্তমানে করেন না। সেই সবদিক মাথায় রেখে যে সকল UPI আইডি একবছরের বেশি সময় ধরে ব্যবহার হয়নি সেগুলো নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই খবর।

Advertisement

[আরও পড়ুন: অল্টম্যানের প্রত্যাবর্তন! চ্যাটজিপিটির স্রষ্টাকে ফেরাতে আলোচনা শুরু ‘ওপেন এআই’ বোর্ডে]

NPCI-এর তরফে জানানো হয়েছে, সমস্ত পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ব্যাঙ্কগুলো ইউপিআই আইডি গুলো চিহ্নিত করবে। তার সঙ্গে যুক্ত নম্বরগুলো থেকে একবছরের মধ্যে কোনও লেনদেন হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। এর পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Advertisement

[আরও পড়ুন: ডিপফেক ভিডিও না রুখলে ‘ইমিউনিটি’ প্রত্যাহার, সোশাল মিডিয়াগুলিকে হুঁশিয়ারি কেন্দ্রের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ