Advertisement
Advertisement
Ashwini Vaishnaw

ডিপফেক ভিডিও না রুখলে ‘ইমিউনিটি’ প্রত্যাহার, সোশাল মিডিয়াগুলিকে হুঁশিয়ারি কেন্দ্রের

ডিপফেক নিয়ে কড়া পদক্ষেপের পথে কেন্দ্র।

Immunity will not apply if steps are not taken to prevent deepfake video, says Ashwini Vaishnaw | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:November 18, 2023 6:31 pm
  • Updated:November 18, 2023 7:05 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশাল মিডিয়ায় ঘুরছে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ডিপফেক ভিডিও। রশ্মিকা মন্দনা, কাজলদের মতো প্রথম সারির অভিনেত্রীরাও এর শিকার। স্বাভাবিকভাবেই এ নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র। এবার সোশাল মিডিয়া প্লাটফর্মগুলিকে এ নিয়ে কড়া দাওয়াই দিয়ে দিল কেন্দ্র।

কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) শনিবার জানিয়ে দিয়েছেন, সোশাল মিডিয়া প্লাটফর্মগুলির সঙ্গে দ্রুত বৈঠকে বসবে কেন্দ্র। তিনি স্পষ্ট করে দিয়েছেন, সোশাল মিডিয়া প্লাটফর্মগুলি যদি ডিপফেক ভিডিও নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে তাদের যে বাড়তি নিরাপত্তা বা সেফ হারবার ইমিউনিটি দেওয়া হয়, সেই ‘ইমিউনিটি’ প্রত্যাহার করা হবে।

Advertisement

[আরও পড়ুন: পাঁচ বছর নয়, বিনামূল্যে রেশন ৩১ ডিসেম্বর পর্যন্ত! কেন্দ্রের বিজ্ঞপ্তিতে ধন্দ]

অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, সোশাল মিডিয়া সাইটগুলোকে ইতিমধ্যেই নোটিস পাঠানো হয়েছে। তারা বিভিন্ন পদক্ষেপও করা শুরু করেছে। তাঁর বক্তব্য, “ওরা পদক্ষেপ করছেও। কিন্তু আমাদের মনে হয়, সেই পদক্ষেপগুলো সবক্ষেত্রে যথেষ্ট নয়। হয়তো আগামী দু তিন দিনের মধ্যেই সব সোশাল মিডিয়া প্লাটফর্মের সঙ্গে আমরা বৈঠক করব। এটা নিয়ে আলোচনা করব। এবং নিশ্চিত করব, যে এই ডিপফেক রুখতে তাঁরা পদক্ষেপ করবে।” এর পরই তাঁর সতর্কবার্তা, “যারা উপযুক্ত পদক্ষেপ করবে না, তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।”

Advertisement

[আরও পড়ুন: চব্বিশের প্রস্তুতি, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে শুরু বিধানসভা নির্বাচন, নজরে মহিলা ভোট]

ডিপফেক ভিডিও নিয়ে কেন্দ্র যে উদ্বিগ্ন সেটা বোঝা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যেই। একদিন আগেই প্রধানমন্ত্রী বলেছিলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (AI) এই সময়ে প্রযুক্তি ব্যবহারে আরও দায়িত্ববান হতে হবে। কোনওভাবেই যেন এই ধরনের ভিডিও ছড়িয়ে না পড়ে, সে ব্যাপারে সতর্ক করতে দেখা যায় তাঁকে। তারপরই নড়েচড়ে বসল তথ্যপ্রযুক্তি মন্ত্রক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ